Breaking News : দারুণ খবর, এই মাসেই চালু হতে পারে শিয়ালদা মেট্রো স্টেশন
Sealdah Metro : আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শহরবাসীর জন্য দারুণ খবর। সহজ হতে চলেছে শিয়ালদহ (Sealdah ) থেকে যোগাযোগ। আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah Metro Station) চালু হওয়ার সম্ভাবনা। এমনটাই খবর সূত্রের। এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা করছেন নিত্যযাত্রীরা।
গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদা মেট্রোস্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। মাস দুয়েক আগেই বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য মিলেছে রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, পরিকাঠামো খতিয়ে দেখার পর পরের ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি।
কবে উদ্বোধন
৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । বেহালা থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন শিয়ালদা মেট্রো স্টেশনের। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, বলে আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
কী কী সুবিধা
শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য।
এর আগে পয়লা বৈশাখে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হবে বলো শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে উদ্বোধন হয়নি । তার পরে পেরিয়ে গিয়েছে মাসাধিক কাল। ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন এবার ৩১ মে হয় কি না সেটাই দেখার।