cattle smuggling: গরুপাচার কাণ্ডে এনামুল হককে গ্রেফতার করল ইডি
cattle smuggling News: দিল্লির ইডির সদর দফতরে জেরার পর গ্রেফতার। গরুপাচারের তদন্তে উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। গরুপাচারের কোটি কোটি অবৈধ টাকা কোথায়? জানতে হেফাজত প্রয়োজন।
কলকাতা: গরুপাচারকাণ্ডে এবার এনামুল হককে গ্রেফতার করল ইডি। সিবিআইয়ের পর এনামুলকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। দিল্লির ইডির সদর দফতরে জেরার পর গ্রেফতার। গরুপাচারের তদন্তে উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। গরুপাচারের কোটি কোটি অবৈধ টাকা কোথায়? জানতে হেফাজত প্রয়োজন। আজই আদালতে এনামুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।
এর আগে, গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে (Dev) ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CBI-এর। মূল অভিযুক্ত এনামূল হক সম্পর্কে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এনামুলের থেকে কি একাধিকবার মূল্যবান উপহার নিয়েছিলেন? সূত্রের খবর দেবকে এই প্রশ্ন করে CBI। পাল্টা ঘাটালের তৃণমূল সাংসদ দাবি করেন, তিনি এনামূলকে চেনেন না। ৫ ঘণ্টার পর জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের দেব জানান, “তেমন কিছুই হয়নি। আমাকে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল। আমি দিলাম। এনামুলকে চিনি না। তদন্তে সাহায্য করব।‘’
মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসের CBI অফিসে তলব করা হয়েছিল দেবকে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই এদিন চলে আসেন অভিনেতা। CBI সূত্রে দাবি, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামূল হকের। এমনকি এনামূলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। CBI সূত্রে খবর, এদিন দু’দফায় দেবকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এনামূল হককে চিনতেন কিনা, তাঁর সঙ্গে কোনওদিন বৈঠক করেছেন কিনা বা এনামূলের থেকে মূল্যবান উপহার নিয়েছেন কিনা। এদিন দেব বলেন, “আমি এনামূল হককে চিনি না। কোনও টাকা পয়সার লেনদেন হয়নি। কোনও মুল্যবান গিফট নিই নি। আমাকে আবার ডাকা হয়নি। স্টেটমেন্ট রেকর্ড করতে ডেকেছিল, আমি করিয়েছি।‘’
উল্লেখ্য, দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বক্তব্য, দেব তাঁদের বলেছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI সন্তুষ্ট। জিজ্ঞাসাবাদের পাশাপাশি এদিন গল্প-আড্ডা-সিনেমা নিয়ে আলোচনাও হয়েছে।