Kolkata Fog: ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা, বন্ধ বিমানের উড়ান-অবতরণ, কলকাতা বিমানবন্দরে আটকে যাত্রীরা
Kolkata Fog: কৃত্রিম আলো জ্বালিয়ে বিমানের অবতরণ করানোর চেষ্টা চালানো হয়। কিন্তু কুয়াশা এতটাই ঘন যে, তা সম্ভব হয়নি।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ঘন কুয়াশার (Dense Fog) প্রকোপে আপাতত বন্ধই কলকাতা বিমানবন্দরের (Netaji Subhash Chandra Bose International Airport) উড়ান পরিষেবা। সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমানও উড়তে পারেনি। আবার বাইরে থেকে আসা বিমানের অবতরণও করানো যায়নি। তার জেরে বিমানবন্দরে আটকে রয়েছেন প্রচুর যাত্রী। কুয়াশার প্রকোপ না কাটলে উড়ান পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দর চত্বর। তার জেরে বিমান উড়তে পারছে না। দৃশ্যমানতা (Visibility Down) এতটাই কম যে সকাল থেকে একটি বিমানও উড়তে পারেনি। বাইরে থেকে যে বিমানের এসে পৌঁছনোর কথা ছিল, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ বিমানকেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাঁচিতে (Ranchi Airport)।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, কৃত্রিম আলো জ্বালিয়ে বিমানের অবতরণ করানোর চেষ্টা চালানো হয়। কিন্তু কুয়াশা এতটাই ঘন যে, তা সম্ভব হয়নি। তাতেই যাত্রীরা আটকে রয়েছেন বিমানবন্দরে। একাধিক বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাবাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল সম্ভাব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।তাতে যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: Dense Fog in Kolkata: ঘন কুয়াশায় মোড়া চারিদিক, আলো জ্বালিয়ে রাস্তায় গাড়ি, বিঘ্নিত উড়ান পরিষেবাও
এ দিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া শহর কলকাতা-সহ আশেপাশের এলাকা। কলকাতা বিমানবন্দর এবং সংলগ্ন এলাকাতেও কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে। দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে ঠেকেছে। তার জেরে ভাল মতো কিছু ঠাহরই হচ্ছে না।
উড়ান পরিষেবার পাশাপাশি, ঘন কুয়াশার জেরে শহর কলকাতার যান এবং ফেরি চলাচলও ব্যাহত হয়েছে। কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে আশেপাশের জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে জানা গিয়েছিল।