(Source: ECI/ABP News/ABP Majha)
Kidnapping Gang Busted : বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ, লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার ১৮ যুবক, গ্রেফতার ৩
Kolkata : পুলিশ মনে করছে, ভিনরাজ্যে অপহরণ করা হলেও, সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হয়েছিল কলকাতাকে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিদেশে চাকরির টোপ দিয়ে পাঞ্জাব-হরিয়ানা থেকে অপহরণ (Kidnapping) করে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। হরিয়ানার বাসিন্দার অভিযোগে নড়েচড়ে বসল পুলিশ। বিমানবন্দরের (Kolkata Airport) কাছ থেকে উদ্ধার করা হল ১৮ জন যুবককে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। খোঁজ চলছে বাকি অভিযুক্তদের।
কীভাবে ফাঁদ ?
প্রথমে আমেরিকায় মোটা বেতনের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানো। তারপর চাকরিপ্রার্থীদেরই অপহরণ করে আরও লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি! পুজোর (Durga Puja 2022) মুখে এমনই এক আন্তর্জাতিক অপরাধচক্রের পর্দাফাঁস করল বিধাননগর কমিশনারেট (Bidhannagar Police Commisionarate)।
উদ্ধার করা হল ভিনরাজ্যের বাসিন্দা ১৮ জন যুবককে। অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিত্ ঘোষ বলেছেন, 'আমেরিকায় চাকরির নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা একটা আন্তর্জাতিক পাচারচক্র।'
পর্দাফাঁস কোন পথে ?
ঘটনার সূত্রপাত ১৬ সেপ্টেম্বর। পুলিশ সূত্রে দাবি, হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর কমিশনারেটে অভিযোগ করেন, তাঁর ছেলের অপহরণ করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি বলেন, আমেরিকায় চাকরি দেওয়ার কথা বলে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। অগাস্ট মাসে পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা বেশ কয়েকজন যুবককে একই টোপ দিয়ে আনা হয় কলকাতায়।
পুলিশ সূত্রে দাবি, অপহৃতকে কলকাতায় আনার পর তাঁর পরিবারের ফোন নম্বরে, বিদেশি নম্বর থেকে একটি ভিডিও পাঠানো হয়। সেখানে যুবককে বলতে শোনা যায়, তাঁরা আমেরিকায় পৌঁছে গিয়েছেন এবং খুব ভাল ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিপত্তি বাধে এরপরই। পুলিশ সূত্রে দাবি, ভিডিও পাঠানোর কয়েকদিন পর, আরেকটি ফোন আসে। তখন বলা হয়, ছেলেকে অপহরণ করা হয়েছে। এমনকি মুক্তিপণ হিসেবে আরও ৩৫ লক্ষ টাকা চায় অভিযুক্তরা।
এরপরই নড়েচড়ে বসে পুলিশ। দিন কয়েক আগে, বিমানবন্দর এলাকা থেকে সুরেশ সিংহ, রাকেশ প্রসাদ সিংহ এবং ধীরজ দাস নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
ভিনরাজ্যের ১৮ যুবক উদ্ধার
পুলিশ সূত্রে দাবি, শনিবার রাত আড়াইটে নাগাদ তারা জানতে পারে, অপহৃত ১৮ জন ভিনরাজ্যের যুবককে কলকাতা বিমানবন্দর চত্বরে আনা হয়েছে। তখনই হানা দিয়ে সকলকে উদ্ধার করে পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, প্রথমে এই ১৮ জন যুবককে বিমানবন্দর লাগোয়া দুটি হোটেলে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় নিউটাউনের ইকোপার্ক এলাকায় একটি ফ্ল্যাটে। অভিযোগ, সেখানে গিয়ে যুবকদের মোবাইল ফোন কেড়ে নেয় অভিযুক্তরা। শুরু হয় মারধর।এমনকি হাত-পা বেঁধে রাখা হয় বলেও অভিযোগ। পেশায় চিকিত্সক ও নিউটাউনের এই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সূত্রের খবর, এক মাসের জন্য ওই চিকিত্সকের থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল অভিযুক্তরা।
পুলিশ মনে করছে, ভিনরাজ্যে অপহরণ করা হলেও, সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হয়েছিল কলকাতাকে। আরও কোনও অপহৃত এখনও এই চক্রের হাতে আটকে আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।