Kumortuli News: অতিমারির খরা কাটিয়ে আশার আলো, বিদেশ থেকে আসছে প্রতিমার বরাত, চরম ব্যস্ততা কুমোরটুলিতে
Kolkata News: করোনার কালবেলা কাটিয়ে এ বছর ফের বিদেশে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গা প্রতিমা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনাকালীন খরা কাটিয়ে বিদেশ থেকে এ বছর দুর্গা প্রতিমার অনেক বরাত মিলেছে। কুমোরটুলির প্রতিমা শিল্পীরা এই দাবি করে জানাচ্ছেন, তাঁদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। ২ বছর করোনার কারণে বিদেশে প্রতিমার চাহিদা ছিল না। এবছর অবস্থা ফিরেছে। কুমোরটুলি থেকে কয়েকদিনের মধ্যেই বেশ কিছু প্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে।
খরা কাটিয়ে ছন্দে ফিরছে কুমোরটুলি
করোনার কালবেলা কাটিয়ে এ বছর ফের বিদেশে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গা প্রতিমা। ২০২০-২১, দু-বছর করোনার প্রকোপের পর ফের ঘুরে দাঁড়াচ্ছে কুমোরটুলি। কর্মব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের।
করোনার ধাক্কায় ২ বছর ধরে বিদেশে দুর্গা প্রতিমার চাহিদা ছিল না। দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচলও। এখন করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় ফের কুমোরটুলির প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে। অক্টোবরে দুর্গাপুজো। কিন্তু বিদেশের চাহিদা মেটাতে, মে মাস থেকেই কুমোরটুলির অনেক ঘরে প্রতিমা তৈরির ব্যস্ততা। কাজও প্রায় শেষের পথে।
আরও পড়ুন: Cossipore Case: আগেই রাজনৈতিক হত্যার তত্ত্ব, কাশীপুর নিয়ে কি অস্বস্তিতে বিজেপি!
ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা তৈরি হয়ে গেছে। তা কয়েকদিনের মধ্যে বিদেশে পাড়ি দেবে। কুমোরটুলির প্রতিমাশিল্পী প্রশান্ত পাল বলেন, "এ বছর বিদেশ থেকে অর্ডার এসেছে।" কুমোরটুলির অন্য প্রতিমাশিল্পী মিন্টু পাল বলেন, "কয়েকদিনের মধ্যেই প্রতিমা বিদেশে যাবে।"
আশার আলোয় বুক বাঁধছেন শিল্পীরা
ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই কারণেও এবার বিদেশে দুর্গা প্রতিমার চাহিদা বাড়তে পারে বলে আশায় বুক বাঁধছেন কুমোরটুলির প্রতিমা শিল্পীরা।
করোনা কালে, গত দু'বছর প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কুমোরটুলির শিল্পীদের। ওলটপালট হয়ে গিয়েছিল তাঁদের সব হিবসেব। ব্যস্ততা ছিল না মণ্ডপ এবং প্রতিমাশিল্পীদের। অন্য বছরে যেখানে স্নান যাত্রাতেই বুকিং হয়ে যায় প্রতিমা, গত দু'বছর ছবিটা কিছুটা আলাদা ছিল না। কার্যত নিস্তব্ধতা নেমে এসেছিল কুমোরটুলিতে যেন নিঃশব্দ। তাই এ বছর বিদেশ থেকে বরাত আশতে শুরু করা. আশার আলো দেখছেন প্রতিমাশিল্পীরা।