Annapurna Puja 2024: অন্নপূর্ণা পুজো লেক কালী বাড়িতে, দেবী বন্দনায় মেতে উঠলেন ভক্তরা
Lake Kali Bari Annapurna Puja: প্রত্য়েক বছরের মতো এই বছরেও অন্নপূর্ণা পুজোর আয়োজন করল লেক কালীবাড়ি..
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বাসন্তী পুজোর পর এবার অন্নপূর্ণা পুজো (Annapurna Puja 2024 )। ফের সেজে উঠল লেক কালী বাড়ি (Lake Kali Bari)। প্রত্য়েক বছরেরে মতো এই বছরেও রীতি মেনে করা হল পুজো।
অন্নপূর্ণা পুজো লেক কালী বাড়িতে, দেবী বন্দনায় মেতে উঠলেন ভক্তরা
প্রত্য়েক বছরের মতো এই বছরেও অন্নপূর্ণা পুজোর আয়োজন করল লেক কালীবাড়ি। সোমবার সকাল থেকেই শুরু হয় পুজোর আয়োজন। শুরু হয় ভক্তদের আনাগোনা। সাজিয়ে তোলা হয় দেবীর প্রতিমা। বাসন্তী প্রতিমার পাশে মা অন্নপূর্ণার পুজোর আয়োজন করা হয়। প্রত্য়েক বছরের মতো এই বছরও পুষ্পাঞ্জলি, সন্ধ্য়া আরতির মাধ্য়মে দেবী বন্দনায় মেতে ওঠেন ভক্তরা।
কথিত আছে 'মনের দুঃখে গভীরবনে চলে গেলে রাজা সুরথের সঙ্গে এক বৈশ্যের সাক্ষাৎ হয়..'
কথিত আছে,মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত ‘শ্রীশ্রীচণ্ডী’ গ্রন্থ অনুযায়ী, চন্দ্রবংশজাত রাজা সুরথ শত্রুদের ষড়যন্ত্রে সিংহাসন হারিয়ে রাজ্য থেকে বিতাড়িত হন৷ মনের দুঃখে গভীরবনে চলে গেলে রাজা সুরথের সঙ্গে এক বৈশ্যের সাক্ষাৎ হয় যিনি নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন৷ প্রতিকারের আশায় দু'জনে মেধস মুনির আশ্রমে গেলে তিনি দেবী আদ্যাশক্তির আরাধনা করে তাঁকে প্রসন্ন করার পরামর্শ দেন।মেধস মুনির উপদেশে রাজা সুরথ ও সমাধি নদীতীরে ৩ বছর উপবাস থেকে পুজো করলে দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে বর দেন।
'বসন্তকালেই পুজো সমাপন করে দেবী প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন..'
ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, বসন্তকালেই পুজো সমাপন করে দেবী প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন, যা পরে বাসন্তী পুজা নামে বিখ্যাত হয়৷ লেক কালীবাড়ির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিবছর সেখানে বাসন্তী পুজো হয়ে আসছে।যদিও গত ১০ বছর ধরে এই পুজো করা হয় লেক কালীবাড়ির উল্টোদিকে উদ্যানে।ছিল বিশেষ আরতি ও ভোগের ব্যবস্থাও।
আরও পড়ুন, মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে, তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে : বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর
নানা ঋতুতে, উৎসবের রঙে সেজে ওঠে লেক কালীবাড়ি
সম্প্রতি হয়ে গিয়েছে দোল উৎসব। দোলযাত্রা উপলক্ষেও সেজে উঠেছিল সেসময় লেক কালীবাড়ি। দোলপূর্ণিমার পুণ্য় তিথিতে আয়োজন হয় বিশেষ অনুষ্ঠানের।মা কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় লেক কালীবাড়ির পুজো। প্রত্য়েক বছরই শ্রীচৈতন্য় দেবের জন্ম তিথিতে লেক কালীবাড়িতে বিশেষ আয়োজন করা হয়।বছরের পর বছর ধরে এই রীতিই চলে আসছে।