Kolkata News: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই শিশু-সহ কমপক্ষে ২২ জন
Metiabruz Gas Cylinder Blast: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন।
আবির দত্ত, ঝিলম করঞ্জাই কলকাতা: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২ জন। এর মধ্যে কলকাতার এসএসকেএম হাসপাতালেরভর্তি ১৯ জন (Kolkata News)। দু'জনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে (Metiabruz Gas Cylinder Blast)। আহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালে আহতদের দেখতে রাতেই পৌঁছন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
দুর্ঘটনার পর পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ১৯ জনকে SSKM-এ নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। দু'জনকে নিয়ে যাওয়া হয় CMRI-তে। এর মধ্যে আট জনকে প্রথমে CMRI-তে নিয়ে যাওয়া হয়। দু'জনকে রেখে বাকিদের SSKM-এ রেফার করা হয়। তাঁরা এতটাই গুরুতর জখম হন, তার জন্যই রেফার বলে জানা গিয়েছে।
এ দিন বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ। যে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, তার কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী কাল সেখানে ফরেনসিক টিমও পৌঁছবে। যেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। তাই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা।
আরও পড়ুন: Purulia News: পুরুলিয়া শহরে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ২ জনের
আহতদের দেখতে রাতেই SSKM হাসপাতালে পৌঁছন ফিরহাদ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে ২০ জনকে আনা হয়। সকলের বার্ন ইনজ্যুরি ছিল। পরে CMRI থেকে আনা হয় আরও দুই রোগীকে। তাঁদের ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে। বাকিদের আঘাতও গুরুতর। তবে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চার রোগীকে বাড়তি সতর্কতার মধ্যে রাখা হচ্ছে।
হাসপাতালে পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ফিরহাদ
এ দিন হাসপাতালে পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ফিরহাদ। চিকিৎসার ব্যাপারেও খোঁজ খবর নেন চিকিৎসকদের কাছ থেকে। হাসপাতাল চত্বরে মোতায়েন য়েছে পুলিশও। আহতদের মধ্যে একজনের পরিবারের সদস্য জানান, বিকেল সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। বিচালী ঘাটের কাছে একটি বাড়ির নিচের তলায় রান্না হচ্ছিল। তখনই বিস্ফোরণ ঘটে। বাঁচাতে গিয়েও আহত হন বেশ কয়েক জন।