Kolkata Metro: যান্ত্রিক ত্রুটির জের, অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ এই অংশে..
Kolkata Metro Stopped: যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, মেট্রো চলাচল বন্ধ এই অংশে।
কলকাতা: কাজের দিনে অফিস টাইমে দমদমে মেট্রো-বিভ্রাট। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, মেট্রো চলাচল বন্ধ। সকাল সাড়ে ৯টার পর দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ । টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল করছে।
২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে বিপর্যয় নামে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলে জল ঢুকে যাওয়ায় একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে। প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাসিন্দারা। দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত নিজের ঠিকানায় ফিরতে পারেননি প্রায় কেউই। ২০২২ সালেও একই রকম বিপর্যয় ঘটে। এমনকী এই মাসেও মেট্রোর টানেলে জল ঢোকার সমস্যার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন।
পুরসভার মাসিক অধিবেশনে বউবাজার মেট্রো বিপর্যয়ের পর KMRCL-এর কাজ এবং তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে KMRCL ভেঙে পড়া বাড়িগুলোর যে পুনর্নির্মাণ করবে তার আগে প্রয়োজন নকশা মঞ্জুরের। এই বিষয়ে কলকাতা পুরসভার তৎপরতা দাবি করেন তিনি। যে বাড়িগুলো কম ক্ষতিগ্রস্ত এবং মেরামত করে বাসযোগ্য তার ফিট সার্টিফিকেট পুরসভা দিতে পারে কিনা সেই প্রশ্নও করেন তৃণমূল কাউন্সিলর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট জমা পড়েছে কিনা জানতে চান তিনি। মেট্রোর কাজ শেষ হওয়ার পরে KMRCL ১০ বছরের জন্য বিপর্যস্ত এলাকার বাড়িগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক বলেও প্রস্তাব রাখেন। পুরসভাকে এই বিষয়ে উদ্যোগও নিতে বলেন তিনি। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নিয়ে পুরসভার অবস্থান স্পষ্ট করেন মেয়র।
আরও পড়ুন, ১০০ এর নীচে পেট্রোল দেশের এই শহরগুলিতে, আজ কলকাতায় জ্বালানি ভরাতে খরচ কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।