Kolkata News: কলকাতা ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে উদ্বোধন হল স্তন ক্লিনিকের
দিনে দিনে বাড়ছে স্তন ক্য়ান্সারে আক্রান্তের সংখ্যা। তথ্য-পরিসংখ্যান বলছে ৮০ বছর বয়সী প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্য়ান্সারের ভুগছেন।
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কলকাতা ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে (Kolkata National Medical College and Hospital) উদ্বোধন হল স্তন ক্লিনিকের। এই নিয়ে রাজ্য়ে মোট ৩৮টি সরকারি স্তন ক্লিনিক চালু হল। সংখ্যার নিরিখে যা সারা দেশে রেকর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য়ের বিপর্যয় মোকাবিলামন্ত্রী জাভেদ খান ও চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
উদ্বোধন হল স্তন ক্লিনিকের: দিনে দিনে বাড়ছে স্তন ক্য়ান্সারে আক্রান্তের সংখ্যা। তথ্য-পরিসংখ্যান বলছে ৮০ বছর বয়সী প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্য়ান্সারের ভুগছেন।উদ্বেগের এই পরিসংখ্য়ান ভবিষ্যতে স্তন ক্য়ান্সার মোকাবিলায় বড় চ্য়ালেঞ্জ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে স্তন ক্য়ান্সার মোকাবিলায় জোর দিয়েছে রাজ্য় স্বাস্থ্য দফতর। একের পর এক সরকারি হাসপাতালে চালু হচ্ছে স্তন ক্লিনিক। উদ্দেশ্য প্রাথমিক উপসর্গ দেখা দিলেই যাতে চিকিৎসা শুরু করা যায়।
শনিবার ডক্টরস ডেতে কলকাতা ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে উদ্বোধন হল স্তন ক্লিনিক। রাজ্য়ে এনিয়ে মোট ৩৮টি সরকারি স্তন ক্লিনিক চালু হল। সংখ্য়ার নিরিখে যা সারা দেশে রেকর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য়ের বিপর্যয় মোকাবিলামন্ত্রী জাভেদ খান ও চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। অনেক ক্ষেত্রেই বাড়ির মহিলাদের স্তন ক্য়ান্সারে আক্রান্ত হওয়ার কথা পরিবারের সদস্য়রাই জানতে পারেন না। সচেতনতাই এই মারণব্য়াধি নিরাময়ে একমাত্র পথ, বলছেন চিকিৎসকরা। আপাতত প্রতি বুধবার এক ঘণ্টা করে খোলা থাকবে এই ক্লিনিক।
এদিকে, ডক্টরস ডে পালন ঘিরে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েন।কলকাতা মেডিক্যালের অনুষ্ঠানে IMA বেঙ্গলের অনুষ্ঠানের অতিথি।গ্রামবাংলার ভোটযুদ্ধের এক সপ্তাহ আগে, মহানগরের এই ঘটনা ঘিরে মাথা চাড়া দিল নতুন বিতর্ক।১ লা জুলাই, ডক্টরস ডে উপলক্ষ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ২টি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবির। একটি অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজক আইএমএ বেঙ্গল।
অভিযোগ, আইএমএ বেঙ্গলের অনুষ্ঠানে অতিথি হিসেবে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও।তিনি উপস্থিত হন কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির তরফে আয়োজিত অন্য আরেকটি অনুষ্ঠানে। সূত্রের খবর, এই ঘটনার পরেই চিকিৎসক মহলে গুঞ্জন ওঠে, তবে কি ইচ্ছে করেই নির্মল মাজির বিরোধী শিবির বলে পরিচিত সুদীপ্ত রায় শিবিরের অনুষ্ঠানে হাজির হন শোভনদেব?শোভনদেবের উপস্থিতি নিয়ে পাল্টা জবাব দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। যদিও তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েনের ব্যাপারটি একরকম উড়িয়ে দেন শোভনদেব।
আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?