Partha Chatterjee: পার্থ-র রক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ
Court and ED on Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতাঃ পার্থ-র রক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ।উল্লেখ্য, গ্রেফতারের পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাইকোর্টের নির্দেশে প্রথমে SSKM-এ ভর্তি করা হয়। তারপর তাঁকে ইতিমধ্যেই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট দিয়েছে এইমস। তবে তাঁকে শেষ অবধি ভর্তি নেওয়া হয়নি। এদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দেহরক্ষীর (Bodyguard) পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে (ED) যুক্ত করার সওয়াল বিকাশ ভট্টাচার্যের।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) হাইকোর্টের (Calcutta High Court) মন্তব্য, 'বিশম্ভর মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ছিলেন। এই নিয়োগের সঙ্গে বিশম্ভর-ও যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।’ পাশাপাশি, ১৮ হাজার শিক্ষক চাকরির পদ তৈরি আছে বলে জানতে পেরেছি, কোথায় কী পদ ? কোথায় কত শূন্য পদ, জানাক স্কুল শিক্ষা দফতরের সচিব’, ২৯ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ১৮ হাজার চাকরির ক্ষেত্রে আদালতের কী নিষেধাজ্ঞা, তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, 'নিয়তির নির্মম পরিহাস', পার্থ-কুণালের ভিডিও আপলোড করে নয়া টুইস্ট সুকান্ত-র
প্রসঙ্গত, শুক্রবার থেকে ইডি অভিযানের পর তোলপাড় রাজ্য-রাজনীতি। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল পরিমাণ অর্থের পর্দাফাঁস হতেই ঘটনা খুব দ্রুত মোড় নেয় অন্যদিকে। রুদ্ধশ্বাস গতিতে জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং দলের তরফে কুণালের মন্তব্য বিতর্ক উসকে দেয়। হাইকোর্টের নির্দেশে SSKM-এ ভর্তি করা হলেও তা ক্ষণস্থায়ী। সকালে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। এদিকে দুপুর গড়াতেই পার্থ-র শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়ার পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আজই ছেড়ে দেওয়া হবে, বলে জানায় এইমস। রিপোর্ট আসার আগে অবধি, 'গুরুতর সমস্যা ' ছিল বলে প্রকাশ্য়ে এসেছিল। তবে ভুবনেশ্বর এইমস-র, পার্থকে না ভর্তি করার সিদ্ধান্তে, পুরো ঘটনাটাই ফের নয়া মোড় নিয়েছে। মূলত শুক্রবার থেকে প্রায় প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটই পট পরিবর্তন হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে শিরোণামে শুধুই তাই পার্থ চট্টোপাধ্যায়।