Kolkata News: কর্তা পরিবার নিয়ে মুম্বইয়ে, দমদমের বাড়িতে AC চালিয়ে মিষ্টি খেয়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা !
Dumdum Theft Case: দমদমের প্রাইভেট রোড এলাকায় ভয়াবহ কাণ্ড !

জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: চুরি করতে এসে খাবার খেয়ে গিয়েছে, এমন উদাহরণ আগেও প্রকাশ্যে এসেছে। তবে এবার বোধহয়, লুঠের ঘটনায় বোধহয় নিজেদের আরও স্বাধীন মনে করল গুণধরেরা। আজ্ঞে হ্যাঁ, এবার ঘরেই না থাকার সুযোগ নিয়ে, এসি চালিয়ে মিষ্টি খেয়ে, তারপর স্বস্তির নিশ্বাস ছেড়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা ! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দমদমের প্রাইভেট রোড এলাকায়।
আরও পড়ুন, 'টাকা আপনার বেঁচেছে, গাল খেয়েছে মোদি..' ! বললেন প্রধানমন্ত্রী
দমদমের বাড়িতে AC চালিয়ে মিষ্টি খেয়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা !
মূলত, দমদমের প্রাইভেট রোডে, রাবার ফ্যাক্টরির মালিক বিশ্বজিৎ পালের বাড়ি থেকে, আনুমানিক নগদ ১০ থেকে ১২ লক্ষ টাকা এবং সোনার গয়না ২৫০ থেকে ৩০০ গ্রাম খোয়া গেছে বলে গৃহকর্তার দাদার অভিযোগ। জানা গিয়েছে, মেয়ে কর্মসূত্রে মুম্বই থাকে। গত মাসের ২৭ তারিখ রবিবার সেই মুম্বইয়ের পথেই রওনা হয়েছিলেন স্ত্রী এবং ছেলেকে নিয়ে রাবার কোম্পানির মালিক বিশ্বজিৎ পাল।
জামাই মুম্বইয়ে পাড়ি দেওয়ার পর, শ্বশুর-শাশুড়ি এসে পৌঁছন তাঁদের বাড়িতে..
সেই মতো দাদাকে বলে গিয়েছিলেন বিশ্বজিৎ পালের শ্বশুর শাশুড়ি আসবেন থাকতে। এদিকে জামাই মুম্বইয়ে পাড়ি দেওয়ার পর, শ্বশুর-শাশুড়ি এসে পৌঁছন তাঁদের বাড়িতে। আসার পরেই চোখে পড়ে ভয়ানক দৃশ্য। বাড়ির দরজা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের মধ্যে এসি চালিয়ে, মিষ্টি খেয়ে তিনটি আলমারি ভেঙ্গে লুটপাঠ চালিয়েছে দুষ্কৃতীর দল। এরপর পেছনের দরজা খুলে পালিয়ে যায় তাঁরা। এই ঘটনায় সম্ভবতই এলাকায় আতঙ্কের পরিবেশ। এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নাগেরবাজার থানায়। তদন্তকারী দল স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা করছে।
দুঃসাহসিক ডাকাতি
সম্প্রতি রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটেছিল সল্টলেকের GC ব্লকের ১৮৪ নং বাড়িতে ! স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক বিদেশে থাকেন। নিচের তলায় রয়েছে একটি অফিস। এই বাড়ির অদূরেই রয়েছে একটি কলেজের ক্যাম্পাস। সেই ক্যাম্পাসের কাছে পুলিশ, রাত দেড়টা থেকে দুটোর সময়, দুটি নম্বর বিহীন একটি স্কুটি এবং একটি বাইকে ৫ জনকে যেতে দেখেন। এরপরেই পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে গেলে, তাঁদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলেও অভিযোগ। তারপর পুলিশের টহলদারি গাড়ি, এই বাড়ির সামনে আসে।






















