Bikash Bhawan Abhijaan: দৃঢ়প্রতিজ্ঞ হয়েও যাওয়া হল না বিকাশ ভবন, ISF কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ
Kolkata ISF Bikash Bhawan Abhijan : প্রতিজ্ঞা করেছিলেন পুলিশি বাধা পেলে পেনকিলার খেয়েও চালাবেন আন্দোলন, কিন্তু মাঝপথেই থমকে গেল বিকাশ ভবন অভিযান ! ISF কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ISF এর স্টুডেন্টস ফ্রন্টের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। মিছিল শুরু হতে না হতেই বাধা পুলিশের। টেনে হিঁচড়ে ISF কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ।
আরও পড়ুন, রানওয়ের পাশের জমিতে জমেছে জল, মজুত পাম্প, মোতায়েন কর্মী, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের ?
প্রতিজ্ঞা করেছিলেন পুলিশি বাধা পেলে পেনকিলার খেয়েও চালাবেন আন্দোলন, কিন্তু মাঝপথেই থমকে গেল বিকাশ ভবন অভিযান !
এদিন শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছিলেন ISF কর্মীরা। তাঁদের বিকাশ ভবন যাওয়ার কথা হয়েছিল। কিন্তু তাঁদেরকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কিছুটা সময় আগেই তাঁরা এবিপি আনন্দ-কে জানিয়েছিলেন, তাঁদের হাতে পেন কিলার রয়েছে। অর্থাৎ পুলিশ যদি তাঁদেরকে আটকায়, পেনকিলার খেয়েও তাঁরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু শেষ অবধি দেখা গেল যে, তাঁরা যখন দাঁড়িয়েছিলেন, যারা বিকাশ ভবন যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, প্রত্যেককে আটক করে বিধাননগর কমিশনারেটের যে হেড কোয়াটার রয়েছে, সেখানে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে।
'আমাদের আন্দোলন শুরু হওয়ার আগেই পুলিশ আমাদের গ্রেফতার করেছে..'
এদিন তাঁদের বিকাশ ভবন অভিযানে একটি পোস্টার হাতে দেখা যায়। যেখানে লেখা ছিল, পার্থ থেকে ব্রাত্য, শিক্ষার হাল ফেরাতে ব্যর্থ, স্লোগান। সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে, গণতান্ত্রিক কলেজ ক্যাম্পাসের দাবিতে বিকাশ ভব অভিযান।' আটক হওয়া একজন বলেন, 'আজকে শান্তিপূর্ণভাবে গনতান্ত্রিকভাবে আন্দোলন করা হচ্ছিল ..', যদিও তাঁর কথা শেষ করার আগেই তাঁকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। আটক হওয়া অপর এক প্রতিবাদী বলেন, আমাদের আন্দোলন শুরু হওয়ার আগেই পুলিশ আমাদের গ্রেফতার করেছে।
পুলিশের অনুমতি না থাকায় , ISF-র যারা স্টুডেন্টস ফ্রন্টের সদস্য, তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে
অবিলম্বে নির্বাচন সহ- একাধিক দাবিতে এদিন তাঁরা, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে তাঁরা জমায়েত হয়েছিলেন। কিন্তু যেহেতু তাঁদের পুলিশের অনুমতি ছিল না, ISF-র যারা স্টুডেন্টস ফ্রন্টের সদস্য, তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















