Kolkata Metro: সাত সকালে মেট্রো বিভ্রাট ! চাঁদনি চক স্টেশনে চলন্ত ট্রেনের তলায় আগুনের ফুলকি
Kolkata News: চাঁদনি চক স্টেশনে বিভ্রাট দেখা যায় মেট্রোয়। চলন্ত ট্রেনের তলায় আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে খবর।

অরিত্রিক ভট্টাচার্য্য, কলকাতা : সাত সকালেই কলকাতা মেট্রোয় বিভ্রাট। সকাল ৮.০৫ নাগাদ চাঁদনি চক স্টেশনে চলন্ত ট্রেনের তলায় আগুনের ফুলকি দেখা যায়। রেকের তলা থেকে ধোঁয়া বার হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত থাকে। রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়েছে। সকাল সকাল মেট্রোতে এমন গন্ডগোল হওয়ায় কিছু সময়ের জন্য ভোগান্তি হয় নিত্যযাত্রীদের।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বরগামী আপ মেট্রোয় দেখা গিয়েছিল সমস্যা। চাঁদনী চক স্টেশনে মেট্রো ঢোকার পর একটি কামরার তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন মেট্রো রেলের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। দ্রুত মেট্রো রেকটি খালি করে দেওয়া হয়। মিনিট ১৫ পরিষেবা ব্যাহত ছিল এই বিভ্রাটের কারণে। সকালবেলা অফিস টাইমে ১৫ মিনিটের মতো মেট্রো পরিষেবা বন্ধ থাকার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। তবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে, খালি মেট্রো কারশেডে পাঠানো হয়। কেন এভাবে মেট্রো রেকের তলা থেকে ধোঁয়া বেরলো, যাত্রী বোঝাই চলন্ত মেট্রোর তলা থেকে আগুনের ফুলকি দেখা গেল, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। এভাবে মেট্রোর তলা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে তাঁদের ওই মেট্রো থেকে নামিয়ে পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি যান্ত্রিক ত্রুটি। ঠিক কী হয়েছিল তা জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে দেখা গিয়েছে বড়সড় বিপত্তি। পিলারে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও বসে গিয়েছে মেট্রোর লাইন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে নিউ গড়িয়া মেট্রো অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন। বছর খানেকের জন্য এই মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে শোনা যাচ্ছে। কারণ যা পরিস্থিতি তার ফলে যাত্রী সুরক্ষার জন্য এই মেট্রো স্টেশন প্রায় পুরোটাই সংস্কারের প্রয়োজন রয়েছে বলে খবর। ভেঙে ফেলতে হবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। কারণ এই মেট্রো স্টেশনের একটা অংশ বসে যাচ্ছে। প্ল্যাটফর্মের ভিতর বেশ কয়েকটি থামে দেখা গিয়েছে ফাটল।
নিউ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের থামে ফাটল, বসে যাচ্ছে স্টেশন। পুনর্নির্মাণের জন্য প্রায় এক বছর বন্ধ থাকবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। গতকাল থেকেই শুরু হয়েছে স্টেশন ভেঙে ফেলার কাজ। আজও সেই কাজ চলছে। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের ওপরের ছাউনি।






















