Kunal Ghosh: 'টাকা দেন বলেই, পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, ১১-র আগের কথা মনে করালেন কুণাল
Kuna Attacks Dilip on Mamata Puja: মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ দিলীপের । দিলীপের এই বিতর্কিত মন্তব্যের জেরে পুজোর আবহাওয়ার মাঝেও উত্তাল রাজনীতি। দিলীপের পাল্টা প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ।
কলকাতা: মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। ইতিমধ্যেই বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির এই বিতর্কিত মন্তব্যের জেরে পুজোর আবহাওয়ার মাঝেও উত্তাল রাজনীতি। এবার এই ইস্যুতে দিলীপের পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিন্তু ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ ? যা ঘিরে এত বিতর্ক ! তিনি বলেন, টাকা দেন বলেই, পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন,'অনুদান দিয়েছেন বলেই মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছেমতো পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করছেন।নষ্ট করেছেন পুজোর পবিত্রতা। খড়গপুরে এক চা চক্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের জবাব, মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, পুজোর বোধন তো করেননি।' প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট এলাকায় একটি চায়ের দোকানে চা চক্রে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষ তোপ দেগে বলেন, 'উনি আগে থেকেই ঠিক করেছেন। টাকা দেব, আমার ছবি রাখতে হবে, আমি উদ্বোধন করব। ফিজিক্যাল না হলেও ভার্চুয়াল করব। উনি তা বারবার প্রমাণ করছেন। দুর্গাপুজো মানে হোলসেল।'
এবার এই ইস্যুতেই কুণাল ঘোষ বলেন, প্রথম কথা পুজো উদ্বোধন কথা, ঠিক নয়। আমরা মুখে মুখে বলি, যে উৎসবের বাতাবরণ তৈরি হয়। অনেক পুজো উদ্যোক্তরা চান যে, পুজো আগে থেকে উদ্বোধন করে দিতে। দর্শক সমাগম শুরু হয়, তো সেখানে দাঁড়িয়ে, মানননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শুধু আজ নয়, দীর্ঘ দিন ধরে এই অনুরোধ থাকে। দিলীপ বাবু তো এই সব খবর রাখতেনও না, বা রাখেনও না। যদি উনি দেখেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না, তখনও বাংলার পুজো উদ্বোধনে ১ নং আমন্ত্রন যিনি পেতেন , তার নাম কিন্তু মমতা বন্দ্য়োপাধ্যায়। তো সেদিন এই অনুদান, সরকারের টাকা কোথায় ছিল ? সবথেকে বেশি চাহিদা, আমারটা উদ্বোধন করবে কে, .. মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলি থেকেও সেই অনুরোধ আসতো।'
আরও পড়ুন,মহালয়ার দিনই বোধন থেকে বিসর্জন, আসানসোলে এ পুজোয় কেন এমন নিয়ম ?
চলতি বছরে একাধিক ইস্যুতে দিলীপের তোপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ইস্যু তো বটেই, পাশাপাশি শিক্ষা, এসএসসি দুর্নীতি মামলা থেকে শুরু করে গরুপাচারে একের পর শাসক দলের এক নেতা মন্ত্রী গ্রেফতার হতেই, দিলীপ ঘোষ তোপ দাগেন মমতাকে। আর এখন এই মুহূর্তে জেলে পার্থ চট্টোপাধ্যায়। সবমিলিয়ে অস্বস্তি তৃণমূল। এহেন মুহূর্তে সিবিআই-ইডি-র গ্রেফতারের ঘটনার মধ্যেই এবার মমতার পুজো উদ্বোধনের উপরেই তোপ দাগলেন দিলীপ ঘোষ।