Presidential Election: দিল্লিতে গিয়ে যশবন্তকেই ভোট দেব: শিশির-দিব্যেন্দু, কলকাতায় না দিলে 'বুঝব মিথ্যা': কুণাল
Kunal attacks Sisir Dibyendu : রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দেওয়ার ইস্যুতে অধিকারী পরিবারকে নাম না করে টুইটে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
কলকাতাঃ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে প্রচারে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর একই সময়ে অধিকারী বাড়িতে অন্য ছবি। শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই বলেছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) ভোট দেবেন। তবে কলকাতায় নয় দিল্লিতে গিয়ে গোপনে ব্যালটে ভোট দেবেন তাঁরা। আর এখানেই টুইটে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
শুনলাম @AITCofficial থেকে নির্বাচিত কোনো MP বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 15, 2022
তিনি বরং 17/7 কাঁথিতে 21 জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন।
না হলে বুঝব মিথ্যা।
আরও পড়ুন, কীভাবে হল চাকরি ? নীলাদ্রীশেখরের মেয়েকে আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডি-র
প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী ইস্যুতে বিজেপি বিরোধী তাবড় তাবড় নেতা নেত্রীদের নিয়ে সভা করেছেন মমতা। সেই তালিকায় ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে বামনেতা সীতারাম ইয়েচুরি পর্যন্ত। তবে এই মুহূর্তে বিরোধীদের হয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। এদিকে অধিকারী পরিবারে এমনিতেই ঘাসফুল-পদ্মের মিশেল। একদিকে একই পরিবার থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। অপরদিকে এই বাড়িতেই এবার তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন এমপি। যদিও একটা সময় গোটা পরিবারই ছিল তৃণমূলের প্রথম দিন থেকে। কিন্তু সেই পট পরিবর্তন হয়েছে। তাই একই বাড়ি থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর ভোট কার দিকে যাবে, সেবিষয়ে সন্দেহ মেটাতে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বলেছিলেন, দিল্লিতে গিয়ে যশবন্তকেই ভোট দেব। কিন্কু এরপরেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। দিল্লিতে গিয়ে গোপনে কেন, কলকাতায় না দিলে 'বুঝব মিথ্যা' খোঁচা দিয়ে টুইট করেন তৃণমূলের মুখপাত্র।
উল্লেখ্য, জুন মাসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু । তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটে সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার বাংলা সফরেও আসেন দ্রৌপদী মুর্মু। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।'