Kalighat Metro: সাতসকালে কালীঘাট মেট্রোর লাইনে ঝাঁপ, ফের আত্মহত্যা এক ব্যক্তির
Suicide Case in Kalighat Metro:কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা।প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
কলকাতাঃ কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro) লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে (Hospital) তাঁর মৃত্যু হয়। এদিকে এর জেরে সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার অফিস যাত্রীরা।
আরও পড়ুন, এইমসে বেআইনি নিয়োগ ! আজই বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
সপ্তাহান্তের মুখে ফের মর্মান্তিক ঘটনা কলকাতা মেট্রোয়
সপ্তাহান্তের মুখে ফের মর্মান্তিক ঘটনা কলকাতা মেট্রোয়। শুক্রবার মেট্রো স্টেশনে ফের মরণঝাঁপ এক ব্যাক্তির। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থমকে গিয়েছে কলকাতা মেট্রো পরিষেবা। অফিস টাইমে প্রায় ৩৫ মিনিট বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার অফিস যাত্রীরা। তবে কী কারণে ওই ব্যাক্তি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, শহরে এই প্রথমবার নয়, আগেও বহুবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তা থাকা সত্বেও আত্মহত্যার ঘটনা ঠেকানো যায়নি। রেলপুলিশের কড়া নজরদারি থাকে সবসময়েই। মুখে বাঁশি বাজিয়ে তারা সবাইকে সতর্কও করেন। তাসত্ত্বেও শুক্রবার ফের আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতায়।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলিতে বিদেশের মতো করে অটোমেটিক স্লাইডিং সিকিউরিটি ডোর
কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা রুখতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলিতে বিদেশের মতো করে অটোমেটিক স্লাইডিং সিকিউরিটি ডোর করে দেওয়া হয়েছে। এমনি সময় তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় স্টেশনের ধারে তাই যাওয়ার উপায় নেই। স্টেশনে মেট্রো ঢুকলে তবেই ওই অটোমেটিক স্লাইডিং সিকিউরিটি ডোর খুলে যায়। এতে কেউ চাইলের লাইনের ধারে যেতে পারবেন না। কিন্তু শহরের পুরো মেট্রো স্টেশনগুলিতে এই সিস্টেম নেই। আর তারই মাশুল দিতে হল ফের কলকাতা মেট্রোকে।