Kolkata: চড়া দামে সদ্যোজাতকে বিক্রি করলেন মা! কলকাতায় বাড়ছে শিশু চুরি চক্র?
Kolkata News: পুলিশ সূত্রে খবর, এলাকায় রমরমিয়ে চলছে শিশু চুরির চক্র। চড়া দামে বিক্রি করা হচ্ছে অপহৃত শিশুদের।
হিন্দোল দে এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: 'কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনও নয়', বাংলার এই জনপ্রিয় প্রবাদকেই যেন মিথ্যে প্রমাণ করলেন এক মা। কলকাতায় (Kolkata) সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় মা-সহ ৫ মহিলাকে গ্রেফতার করেছে আনন্দপুর (Anandapur) থানার পুলিশ (Police)।
পুলিশ সূত্রে খবর, এলাকায় রমরমিয়ে চলছে শিশু চুরির চক্র। চড়া দামে বিক্রি করা হচ্ছে অপহৃত শিশুদের। গতকাল আনন্দপুর থানার পুলিশ জানতে পারে, ২৩ দিনের সদ্যোজাতকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা থানায় খবর দেন। টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন শিশুর মা। শিশুকে বিক্রির কথা কবুল করেন।
তদন্তে নেমে আরও ৪ মহিলার সন্ধান পায় আনন্দপুর থানার পুলিশ। পরে শিশু চুরি চক্রে জড়িত থাকার অভিযোগে সবাইকেই গ্রেফতার করা হয়। এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার
তবে শিশু বিক্রি বা শিশু চুরি না হলেও বাবার হাতে সন্তান খুনের ঘটনা সম্প্রতি দেখেছিল রাজ্য। যার মুখের দিকে তাকিয়ে সর্বস্ব ত্যাগ করতে পারেন বাবা-মা, যার সুখের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন, বাবা মায়ের মধ্যে অশান্তির শিকার হয়েছিল সেই এক বছরের শিশু।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বাবার বিরুদ্ধেই শিশুকে খুনের অভিযোগ উঠেছিল। পরিবার সূত্রে জানা গিয়েছিল, ওই ব্যক্তির স্ত্রী মঞ্জুশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই দুজনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।এরপর থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন তিনি।
মঞ্জুশ্রীর পরিবারের অভিযোগ, রাতে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৪ জন আসে। বাড়ির অন্য সদস্যরা না থাকার সুযোগে মঞ্জুশ্রীকে মারধর করে। এমনকী বাদ যায়নি একরত্তিও। পরে ২ জনকে বাগানে হাত পা বাঁধা অবস্থা উদ্ধার করা হয়। শিশুকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।