Kolkata News: 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্যের জন্য এগিয়ে আসে প্রতারক..' !
Kolkata Mukundapur ATM Fraud Case: ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 'জিরো' বোতাম, 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা...', তারপর যা হল মুকুন্দপুরে

কলকাতা: ফের শহরে ATM জালিয়াতি, এবার মুকুন্দপুরে। নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতি। প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৫১ হাজার টাকা।
ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 'জিরো' বোতাম। 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্য়ের অছিলায় এগিয়ে আসে প্রতারক। বৃদ্ধাকে ফাস্ট ক্যাশ অপশনে ক্লিক করতে বলা হয়। সাহায্য়ের অছিলায় বৃদ্ধার ডেবিট কার্ডও বদলে দেয় প্রতারক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ দায়ের, মুখ্যমন্ত্রীকেও চিঠি প্রতারিত বৃদ্ধার।
সম্প্রতি খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। রাত সাড়ে ৮ টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গিয়েছিলেন তাঁরা।
গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ, আর এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গিয়েছিল। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
কিছুদিন আগেই হুগলির চাঁপদানিতে এটিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠেছিল।ইট দিয়ে থেঁতলে ভাঙা হয়েছিল মেশিন।চাঁপদানি জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে ATM কিয়স্ক। গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছিল। ইট দিয়ে মেশিন ভাঙা হয়েছিল।যদিও টাকা যেখানে থাকে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা।
এটিএম এর পাশেই থাকেন পশুপতি মাহাত বলেন, 'রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল।কুকুর ডাকছিল।স্থানীয় একজন দেখে এটিএম -র ভিতর কেউ আছে।আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।' চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল,এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়,আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন।ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিল।তার সঙ্গে ব্যাঙ্কের কোনও সমস্যা হয়েছিল, নাকি এটিএম এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা ? তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন, টিকিট কাউন্টারের কাচ ভাঙচুর, 'ছিঁড়ে দেওয়া হল রেল পুলিশের জামা..' ! তাণ্ডব ব্যান্ডেল স্টেশনে !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















