Covid 19 Vaccine: বুস্টারেও কোর্বেভ্যাক্স, ১২ অগাস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর
Covid19 Vaccination: ১২ অগাস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর, সব রাজ্যকে কেন্দ্রের চিঠি। বুস্টার ডোজ নিয়ে কী বলছে কেন্দ্র ?
![Covid 19 Vaccine: বুস্টারেও কোর্বেভ্যাক্স, ১২ অগাস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর Kolkata News New rules activated for Booster dose Covid19 Vaccination from 12 August Covid 19 Vaccine: বুস্টারেও কোর্বেভ্যাক্স, ১২ অগাস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/bde9f5cb1b682361baea1dd99eaab78b1657854560_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতাঃ কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন (Covaxin) নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্স। ডবল ডোজের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহ পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। ১২ অগাস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর, সব রাজ্যকে কেন্দ্রের চিঠি।
রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। পাশাপাশি ১০ আগস্টের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। এহেন পরিস্থিতিতে ভ্যাকসিনেশন নিয়ে সব রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। জানানো হয়েছে, কোভিশিল্ড , কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্স। ডবল ডোজের ৬ মাস অথবা ২৬ সপ্তাহ পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে।১২ অগাস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
প্রসঙ্গত, রাজ্যে কোভিডের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের ঢেউ অবধি সবচেয়ে ভয়াবহ ছিল দ্বিতীয় বর্ষ। কারণ ফুসফুসে সংক্রমণ হয়ে সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল সেবছরই। কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে হুড়োহুড়ি সবই ছিলব। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যেমন অনেকে পাননি। তেমনই অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে বাড়িও ফিরতে পারেননি। তারপর কোভিড বিধির জেরে প্রিয় জনের বিয়োগে, শেষ দেখাটাও দেখতে পারেনি পরিবার। কারণ সংক্রমণের ভয়াবহতা ছড়িয়েছিল সর্বত্র।
আরও পড়ুন,'এই সব চুনোপুঁটি'-কে নয়, 'যার নির্দেশে এই কমিটি, তাঁকে গ্রেফতার করতে হবে', বিস্ফোরক বিকাশরঞ্জন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)