Kolkata News: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, 'সওয়ারি' আছে বলে রাতে বের হন , আর ফিরলেন না নিউটাউনের টোটোচালক !
Newtown Murder case: নিউটাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটোচালকের দেহ উদ্ধার, 'সওয়ারি' আছে বলে কে ফোন করেছিল টোটোচালককে?

কলকাতা: নিউটাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটোচালকের দেহ উদ্ধার হয়েছে। গভীর রাতে তিনরাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। খুনে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে ওই টোটোচালককে খুন করা হয়েছে। সম্পর্কের খাতিরে দম্পতিকে মোটা টাকা ধারও দিয়েছিলেন ওই টোটোচালক, দাবি মৃতের পরিবারের। সেই টাকা শোধ দিচ্ছিল না দম্পতি, এ নিয়ে আগে বচসাও হয়েছিল, অভিযোগ মৃতের পরিবারের।

গতরাতে সওয়ারি আছে বলে রাতের দিকে বাড়ি থেকে বেরোন টোটোচালক, দাবি পরিবারের। পরে আর তাঁর খোঁজ মেলেনি। সওয়ারি আছে বলে কে ফোন করেছিল টোটোচালককে? অভিযুক্ত দম্পতি টোটোচালককে ফোন করেছিলেন, না পেশাদার খুনিকে দিয়ে ফোন করানো হয়? এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আরও একটি ভয়াবহ ঘটনার কথা গতকালই প্রকাশ্যে এসেছে। রাতে বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে তাঁকেও আরও ফিরে পায়নি পরিবার। গত পরশু লাইনের পাশে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় কালীগঞ্জ থানা এলাকায়। কালীগঞ্জ থানার হাট গোবিন্দপুর রেল লাইনের ধারে থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মফিজুল সেখ। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৩৩। তাঁর বাড়ি হাট গোবিন্দপুর দক্ষিণপাড়ায়।
আরও পড়ুন, চারিদিকে ধুধু প্রান্তর, পুকুরজুড়ে গাছের ছায়া, আচমকাই বস্তা দেখে সন্দেহ, গিঁট খুলতেই !..
পরিবারের দাবি, গতকাল রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। এরপর ফোন করলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপর তারা খবর পান রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান রেললাইনের ধারে তার মৃতদেহ পড়ে আছে।তাঁদের অভিযোগ খুন করে দেহটি রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রীর দাবি , প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার সঙ্গে পালিয়ে যেতে রাজি না হওয়ায় সে 'খুন' করিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















