Kolkata News: রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, লরির ধাক্কায় যুবকের মৃত্যু
Kolkata Accident: পাইকপাড়ার মোহিত মঞ্চের কাছে বাইকে লরির ধাক্কা, ঘাতক লরির চালক আটক, ঘটনাস্থলে টালা থানার পুলিশ।
কলকাতা: রাতের কলকাতায় ফের দুর্ঘটনা (Accident), লরির ধাক্কায় যুবকের মৃত্যু।পাইকপাড়ার মোহিত মঞ্চের কাছে বাইকে লরির ধাক্কা। ঘাতক লরির চালক আটক, ঘটনাস্থলে টালা থানার পুলিশ। বছর শেষেও একের পর এক দুর্ঘটনার সাক্ষী মহানগর। পুলিশের হাজার সতর্কতামূলক বার্তা সত্ত্বেও ফের দুর্ঘটনায় মৃত্যু হল।
প্রসঙ্গত, শুধু রাতের শহরেই নয়, সাতসকালেও একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকে শহর কলকাতা। চলতি মাসেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রগতি ময়দান থানা এলাকায়। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী ও দুটি গাড়ির চালক-সহ ৭ জন আহত হন। তাঁদেরকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুুলিশ। গত কয়েকদিন ধরেই চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই পরিস্থিতিতে শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।
অপরদিকে, একই রাতে তিন-তিনটি দুর্ঘটনা (accidents) ঘটে কলকাতার বুকে। পার্ক সার্কাস (park circus) সাত মাথার মোড় (seven point crossing), মা উড়ালপুল (MAA Flyover) এবং সিঁথির মোড়- (Sinthi More) পর পর দুর্ঘটনা কলকাতায়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ পার্ক সার্কাসে। অন্য দিকে, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের মধ্যেই বাতি স্তম্ভে ধাক্কা মারে একটি গাড়ি। আবার ভোর রাতে সিঁথিতে অন্য একটি ঘটনায় একটি লরিকে ধাক্কা মারে অন্য একটি লরি। রাত তখন সাড়ে ৩টে। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের কাছে হঠাৎই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে যান এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন, বিজেপি বিধায়ক, সাংসদকে দেখলে জুতোপেটার হুঁশিয়ারি, ফের রাজনীতিতে কু-কথার স্রোত
উল্টে যাওয়া গাড়ি থেকে চালক-সহ তিনজনকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, চালক সহ তিনজনই মত্ত অবস্থায় ছিলেন। উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তাঁরা হেঁটে এলাকা ছেড়ে চলে যান তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ। মা উড়ালপুলেও দুর্ঘটনা ঘটেছে একই রাতে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের মধ্যেই থাকা একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কার চোটে বাতিস্তম্ভ উপড়ে পড়ে অন্য লেনে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চম্পট দিয়েছেন চালক, এমনই দাবি পুলিশের। আবার ভোররাতে সিঁথিতেও দুর্ঘটনা ঘটে। বিটি রোডে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি লরি। একই রাতে শহরের বুকে পর পর দুর্ঘটনায় প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।