Dilip Ghosh: পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন ? : দিলীপ ঘোষ
Dilip Ghosh on Partha Chatterjee: 'ষড়যন্ত্রের শিকার', বললেন পার্থ। 'পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন ?', বললেন দিলীপ।
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নিয়ম মেনেই শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। আর সেখানেই ধুন্ধুমারকাণ্ড। জোকা ইএসআই পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। রাস্তায় বসে কাঁদতে থাকেন তিনি। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে ঢোকার মুখে এদিকে যখন তুমুল উত্তেজনা, হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি মুখ খোলেন, ক্ষুব্ধ দৃষ্টিতে তাঁকিয়ে ক্ষণিকের মধ্যে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আর পার্থ মুখ খুললেন এবার তীরের বেগে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, 'পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন ? কান্নাকাটি করে বাঁচা যাবে না।'
সম্প্রতি দিলীপ ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই সিবিআই-ইডি-র তদন্তের সম্মুখীন হয়েছেন। তবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্য়েই সবকিছু বলা শুরু করেছেন ইডি-র কাছে।এতদিন ধরে চলে আসা সেই তদন্তে শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে এগোচ্ছিল। কিন্তু বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর আর পালানোর পথ নেই, বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে এদিকে বিজেপির দিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল যা বলে তাই করে, তৃণমূল তাদের মহাসচিবকে সরিয়েছে। বিজেপি অভিযোগ উঠলেও তাদের নেতাকে সরায় না। কুলদীপ সেঙ্গারের প্রসঙ্গ তুলে তোপ দাগেন অভিষেক। এর পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে সারদা-প্রসঙ্গও। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেন বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বিজেপি তারপরেও কোনও পদক্ষেপ করেনি। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অভিষেক।দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, আজ পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট
ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর। ইতিমধ্যেই টালিগঞ্জের পর পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। সোনা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বেলঘরিয়ার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্পিতার ঘরে তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা বেলঘরিয়ার ফ্ল্যাট ঘিরে উঠছে প্রশ্নের সমুদ্র।