Petrol Diesel Price Today: আজ পেট্রোল-ডিজেলের দামে হেরফের হল কি কলকাতায় ?
Petrol Diesel Price: আজ বেরোনোর আগেই চোখ রাখুন তাহলে জ্বালানির দরে। চলুন কলকাতা-সহ সারা দেশের পেট্রোল-ডিজেলের কী দাম, জেনে নেওয়া যাক।
কলকাতা: সোমবার পেট্রোল-ডিজেলের দামে (Petrol Diesel Price) হেরফের হল কি কলকাতায়? দুর্গাপুজো, কালীপুজো শেষ। তবে উৎসবের মরসুম এখনও চলছে। ছটপুজো, জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠে শহর। সাপ্তাহিক ছুটির পর আজ ফের অফিস শুরু। তবে বিকেলে অফিস ফেরত অনেকেই ঘুরতে বেরোতে পারেন। তবে আজ বেরোনোর আগেই চোখ রাখুন তাহলে জ্বালানির দরে। চলুন কলকাতা-সহ সারা দেশের পেট্রোল-ডিজেলের কী দাম, জেনে নেওয়া যাক।
আজ কলকাতা-সারাদেশে পেট্রোল-ডিজেলের দাম কী ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রোল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
দেশে শেষবার ৫ রাজ্যের ভোটের আগে জ্বালানির দাম বদল নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। তবে সেময় বরাবরের মতোই তৃণমূলের তরফে বলা হয়েছিল, দাম কমলেও তা ফের বেড়ে যাবে ভোটের পরপরই। এদিকে ৫ রাজ্যের ভোটে বড়সড় জয় আসে গেরুয়া শিবিরের। তবে বিজেপি শাসিত রাজ্যের সুযোগসুবিধা বেশি, এমন কথাও বরাবর শোনা যেত বিরোধীদের মুখে। যদিও সেসব এখন অতীত। সম্প্রতি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। গত সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে প্রভাব পড়ে জ্বালানির দামে। আন্তর্জাতিক বাজারে কমছে পেট্রোল-ডিজেলের দাম। যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে কলকাতায়।
আরও পড়ুন, 'পোস্তা ব্রিজ-বিপর্যয়ে কতজনের শাস্তি হয়েছে?' গুজরাতের সেতু দুর্ঘটনা নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের
দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। এহেন সময়ে জ্বালানির দাম কমার অপেক্ষায় শহরবাসী।