Kolkata News: ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ
Police At Reporter House: বৃহস্পতিবারের সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda) সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
সাংবাদিকের বাড়িতে পুলিশ: বৃহস্পতিবারের সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendra Police Station)। এই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহা। বিশাল পুুলিশ বাহিনী এই আবাসন ঘিরে রেখেছে। কী কারণে আবাসনে হানা? তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বাইরে থেকে আপাতত কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ঠিক কী পরিস্থিতি?
এদিন সকাল ৬টার আগেই আবাসনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গেই গোটা আবাসন ঘিরে নেয় পুলিশ। আবাসনের মূল গেট থেকে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ জানতে চাইলে বলা হয়, ভেতরে নরেন্দ্রপুর থানার বড়বাবু রয়েছেন। তাই কোনও বাইরের লোককে ঢুকতে দেওয়া যাবে না। শুধুমাত্র যাঁরা পরিচয়পত্র নিয়ে কাজ করতে আসছেন তাঁদেরই আবাসনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
কী জানাচ্ছে পুলিশ?
পুলিশের দাবি, ২৪ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন। কিন্তু প্রতিশ্রুতিমতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই কয়েক জায়গায় তল্লাশি-অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনওকিছুই পায়নি। শুধু পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে কিছু ডেটা ট্রান্সফার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু এর জন্য গোটা বাড়ি জুড়ে লন্ডভন্ড করে তল্লাশি চালানো হয়।
সরব রাজ্যের বিরোধী দলনেতা: সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুুলিশি-হানা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চান। হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছি। মনে হচ্ছে, আদালত বারবার নিন্দা করলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও শিক্ষা নেননি।''
The concerted attack on the Fourth Pillar of Democracy by the Fascist Mamata Govt continues...@WBPolice surrounds @abpanandatv Journalist/Correspondent; Shri Prakash Sinha's home.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 29, 2024
Mamata Banerjee wants to stifle FREE PRESS. Either the media personnel have to sing her paeans or… pic.twitter.com/dKJkpPcwY6
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sheikh Shahjahan: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন পর পুলিশের জালে 'সন্দেশখালির ত্রাস'