Kolkata News: মমতাকে নিয়ে লেখা বই ছড়ানোর সিদ্ধান্ত, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশ
Police on Congress Leader: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে ভোরবেলায় পুলিশ, 'হয়রানি করা হচ্ছে, আটক করা হয়েছে', এবিপি আনন্দে প্রতিক্রিয়া কৌস্তভের।
কলকাতা: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে ভোরবেলায় পুলিশ (Police)। কৌস্তভ বাগচীর বাড়িতে বড়তলা থানার পুলিশ। 'হয়রানি করা হচ্ছে, আটক করা হয়েছে', এবিপি আনন্দে প্রতিক্রিয়া কৌস্তভের। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া (Reaction) মেলেনি। কিন্তু কেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে হঠাৎ পুলিশি অভিযান ?
কেন কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশি অভিযান ?
প্রসঙ্গত, সাগরদিঘির ফলপ্রকাশের (Sagardighi By ELection Result) পরই অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে। এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নিল কংগ্রেস (Congress)।
'তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি ?' মমতা
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে? 'তিনি আরও বলেন, 'তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না।' এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।'
মমতাকে নিয়ে লেখা বইয়ের সফট কপি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত
তৃণমূল সুপ্রিমোর জবাবে এবার পাল্টা কৌশল নিল প্রদেশ কংগ্রেস। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি, ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ মমতাকে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে।'
আরও পড়ুন, ''আমি ষড়যন্ত্রের শিকার", নিয়োগ দুর্নীতি ইস্যুতে দাবি হৈমন্তীর
শিয়রে সাগরদিঘি
একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।আর সেই ফলকে ঘিরেই উত্তাল রাজ্য রাজনীতি। আক্রমণ ও পাল্টা আক্রমণের মাঝেই এবার তা অন্য মাত্রা পেল। ২১-এর বিধানসভা ভোটে, ৫০ হাজারের বেশি ভোটে জয়ী সাগরদিঘি আসনটি। মূলত উপনির্বাচনে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেসের জোট। ফলপ্রকাশের পরেই বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর চৌধুরীকে আক্রমণের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়রে কি সাগরদিঘির 'ছ্যাঁকা' ? বদলাল রাজনীতির গ্রাফ ? ব্যাক্তিগত আক্রমণই কি দাড়িপাল্লায় পাল্লা ভারী করল ? প্রশ্নে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে।