Kolkata News: বেআইনি পার্কিং বিবাদে তরুণী আইনজীবীকে কোপ! খুন-ধর্ষণের চরম হুমকি!
অভিযোগ, তা নিয়ে বচসা জুড়ে দেন এলাকারই কয়েকজন যুবক।

কলকাতা: পার্কিং বিবাদে তরুণী আইনজীবীর উপর হামলার অভিযোগ দক্ষিণ কলকাতায়। গতকাল বিকেলে চারু মার্কেট থানা এলাকায় প্রকাশ্য রাস্তায় ওই আইনজীবীর তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে। আইনজীবীর দাবি, বাড়ির কাছে চেম্বার খোলার সময়, সেখানে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, তা নিয়ে বচসা জুড়ে দেন এলাকারই কয়েকজন যুবক। আইনজীবীর অভিযোগ, তাঁকে কোপানোর পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়, করা হয় গালিগালাজ।
অভিযুক্তপক্ষের দাবি, আক্রান্ত হয়েছেন তাঁরাই। তাঁদের পাল্টা অভিযোগ, আইনজীবীর বাবা পেশায় প্রোমোটার। তিনি এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ করে চলেছেন। তার প্রতিবাদ করাতেই দলবল জুটিয়ে হামলা চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। চারু মার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে দু'পক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগে স্ট্র্যান্ড রোড লাগোয়া সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার হয়েছিল এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ। পুলিশ সূত্রে খবর, গোপাল কুমার নামের ওই পুলিশকর্মী সিটি সিভিল কোর্টের বিচারক চন্দ্রাণী মুখোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের সার্ভিস গান থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন তিনি।
আরও পড়ুন, প্রেমিকার বুদ্ধিতেই মহাকুম্ভে বিরাট লাভ! সাধুদের নিমের দাঁতন বেচে ৪০ হাজার আয় যুবকের!
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাতটা নাগাদ তাঁদের কাছে খবর আসে, সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির পাশে একটা চেয়ারে বসে থাকা অবস্থায় রয়েছে এক পুলিশকর্মীর দেহ। তাঁর কপালে বুলেটের ক্ষত। পাশে পড়ে নাইন এম এম পিস্তল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় হেয়ারস্ট্রিট থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ, সায়েন্টিফিক উইং এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি খুন, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। গোয়েন্দাদের স্ক্যানারে সিসিটিভি ফুটেজ। কাজে লাগানো হয় ডগ স্কোয়াডকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















