Rahul on Madan: 'জেল খানায় ছিল কদিন আগে, আবার যাবে', মদনের 'বোমা-হুমকিতে' বিস্ফোরক রাহুল
Rahul Sinha on Madan Bomb Threats: 'অভিষেক কয়েরদিন আগে মাথায় গুলি করার কথা বলেছেন। উনি ১০ মিনিটে খালি করা , বোম মারার কথা বলছেন', মদন ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেতা রাহুল সিনহা।
কলকাতা: এদিন মদন মিত্রর (Madan Mitra) মুখে বোমার হুমকিতে উত্তাল রাজ্য-রাজনীতি। এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মূলত, নবান্ন অভিযানের দিন আটক ইস্যুতে শুভেন্দু বলেন, 'ওনাকে পুরুষ পুলিশ মেরেছে, আর আমার কাছে মহিলা পুলিশ পাঠিয়ে দিয়েছে। টি শার্ট জিন্স পরে একদম জগিং করতে করতে চলে এসেছে।' ঘটনার দিন শুভেন্দু বলেন, 'আপনার লেডি অফিসার আমার গায়ে হাত দিয়েছে। ও কেন আমার গায়ে কেন হাত ধরবে! ছবিগুলো থাকল।' আর এই ইস্যুতে মদন বলেন,' যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।'আর এবার পাল্টা একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।
শুধু মাত্র সমাজবিরোধীদের জোরে ওই পার্টিটা টিকে আছে: রাহুল সিনহা
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ওই পার্টিটা নিয়ে আমি বারবার বলে এসেছি, উগ্রপন্ত্রী এবং সন্ত্রাসবাদীদের পার্টি। তার আবার প্রমাণ পাওয়া গেল। অভিষেক বন্দ্য়োপাধ্যায় কয়েরদিন আগে মাথায় গুলি করার কথা বলেছেন। উনি ১০ মিনিটে খালি করা , বোম মারার কথা বলছেন। তারমানে কী, পশ্চিমবাংলায় হিংসা কায়েম করে, এরা ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই কারণে মানুষ ওদের কাছ থেকে সরে আসছে। শুধু মাত্র সমাজবিরোধীদের জোরে ওই পার্টিটা টিকে আছে। কিন্তু সেই সমাজ বিরোধীর জোর আর বেশিক্ষণ থাকবে না। কারণ অর্ধেক তো জেল খানায় চলে যাবে ! উনি তো জেল খানায় ছিল কদিন আগে, আবার যাবে।'
আরও পড়ুন,আহত বিজেপি কর্মীদের দেখতে শহরে সুনীল বনসল, 'সাইবেরিয়ান পাখি', বলে কটাক্ষ কুণালের
সম্প্রতি মদন মিত্রের মুখে এই বোমা ইস্যুতেই সুরক্ষার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল
যদিও কিছুদিন আগে পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে এই বোমা ইস্যুতেই প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। তিনি বলেছিলেন,' ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না, ভাটপাড়াতেও আর বোমা পড়বে না।' কলকাতায় একটি অনুষ্ঠানে বলেন মদন মিত্র। পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই সেবার হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিয়েছিলেন মদন মিত্র।