Kolkata News: একাই থাকতেন বাড়িতে, আচমকা দুর্গন্ধ বেরোতে সন্দেহ, গোলপার্কে ফাঁকা বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার !
Kolkata Body Rescue: মর্মান্তিক ঘটনা দক্ষিণ কলকাতায়, গোলপার্কে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল পচাগলা দেহ

কলকাতা: ফের কলকাতার মাটিতে মর্মান্তিক ঘটনা। কলকাতার গোলপার্কে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল পচাগলা দেহ।অসহায়তা নাকি অন্য কোনও কারণ ? ইতিমধ্য়েই তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনোতোষ কুণ্ডু, বয়স ৫৫। গড়িয়াহাট রোডের ওই বাড়ির নীচের তলায় দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি। ওই ব্যক্তি একাই থাকতেন ওই বাড়িতে। গতকাল রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ।উদ্ধার করা হয় মনোতোষ কুণ্ডুর পচাগলা দেহ। শেষ কয়েকদিন ধরেই দোকান খুলতে দেখা যায়নি তাঁকে, দাবি স্থানীয়দের।

কীভাবে মৃত্য়ু দু'জনের, তা নিয়ে তৈরি হয়েছিল রহস্য়! ভয়াবহ ঘটনার সাক্ষী বাঁশদ্রোণী নর্দার্ন পার্ক
সম্প্রতি বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার হয়েছিল মা এবং ছেলের জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শীলা দাশগুপ্ত ও সুতীর্থ দাশগুপ্ত। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে সঙ্গে নিয়ে আবাসনে থাকতেন তিনি। খুন না আত্মহত্যা জানতে তদন্তে নামে পুলিশ। কিছুদিন আগেই বাঁশদ্রোণীর আবাসনে বন্ধ ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছিল মা-ছেলের মৃতদেহ! কীভাবে মৃত্য়ু দু'জনের, তা নিয়ে তৈরি হয়েছিল রহস্য়! পুলিশ সূত্রে খবর, আবাসনের এই ফ্ল্য়াটে থাকতেন ৬৯ বছর বয়সী শীলা দাশগুপ্ত ও তাঁর ছেলে, ৩৮ বছর বয়সী সুতীর্থ দাশগুপ্ত বছর দেড়েক আগে শীলা দাশগুপ্তর স্বামীর মৃত্য়ু হয়। এক মাত্র ছেলে সুতীর্থ বেসকারি সংস্থায় কাজ করতেন।
পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝেয় পড়েছিল মা ও ছেলের দেহ
তদন্তে জানা গিয়েছিল, কিছুদিন ধরে সুতীর্থ মানসিক সমস্য়ায় ভুগছিলেন। প্রতিবেশীদের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন থেকেই মা-ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পেয়ে বাঁশদ্রোণী থাকায় খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝেয় পড়েছিল মা ও ছেলের দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছিল পুলিশ। তাঁরা কি আত্মঘাতী হয়েছেন? নাকি জোড়া দেহ উদ্ধারের নেপথ্য়ে অন্য় কোনও রহস্য় রয়েছে? তা জানতে নামে পুলিশ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























