SSC Scam: একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার
CBI on Prasanna: প্রসন্নকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন সিবিআই-র হাতে গ্রেফতার হওয়া মিডলম্যান।
কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) সিবিআই-র হাতে (CBI) গ্রেফতার হয়েছেন ২ মিডলম্যান। মূলত প্রসন্নকুমার (Prasanna Kumar Roy) গ্রেফতারের পর ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে দাবি, প্রসন্নকুমারের একাধিক ফ্ল্যাটের হদিস মিলেছে। যেমন রয়েছে 'আইডিয়াল ভিলা'তেও। নিউটাউনে ফ্ল্যাটের পাশাপাশি, প্রকাশ্যে এসেছে হাওড়ায় 'চলন্তিকা' নামে হোটেলের নামও। তবে এর পাশাপাশিই এসেছে, আরও চাঞ্চল্যকর তথ্য।
এসএসসি দুর্নীতি মামলায় ধৃতদের তালিকায় ফিল্মি যোগ !
প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসকদলের। এই একাধিক মামলার মধ্যে এই মুহূর্তে শিরোনামে এসএসসি দুর্নীতি মামলা। এই মামলায় সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা, সোনা, সম্পত্তি, কোম্পানির নথি। ইতিমধ্যেই জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফিল্মি যোগ। তিনি বাংলার একজন অভিনেত্রী। তবে দুর্নীতিতে ধৃতদের তালিকায় ফিল্মি যোগে শুধুই অর্পিতা নন, রয়েছেন ধৃত প্রসন্নও। জানা গিয়েছে, একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই-র ধৃত ২ মিডলম্যান প্রসন্নকুমার রায়।
কীভাবে এত সম্পত্তির অধিকারী হলেন প্রসন্ন ?
হাওড়ায় চলন্তিকা নামে হোটেলের নাম প্রকাশ্যে আসতেই, রবিবার ওই হোটেলের সামনে প্রতিবাদও জানায় বিজেপি। সূত্রের খবর, হোটেল এবং হোটেলের জমি প্রদীপ সিংহের নামে রয়েছে। কিন্তু এখানের মালিক জানিয়েছে, হোটেলের মালিক প্রসন্নকুমার হোটেলের ম্যানেজার পিয়াল অধিকারীর কথায়, 'হোটেলের মালিক আমাদের প্রসন্নকুমার রায় আছেন।' তবে প্রদীপ সিংহ-কে চেনেন কিনা প্রশ্নের উত্তরে তিনি জানান প্রদীপ সিংহকে তিনি চেনেন না, কখনও দেখেনওনি। তবে প্রশ্ন উঠেছে টালির চালের বাড়ি থেকে নিউটাউনে ফ্ল্যাট, কীভাবে এত সম্পত্তির অধিকারী হলেন প্রসন্ন ?
'দুটো জামা- প্যান্ট একটু ভাল পড়ত ব্যাস'
আরও পড়ুন, 'অমিত শাহকে বাগদায় এসে ক্ষমা চাইতে হবে', বিএসএফকাণ্ডে দাবি তৃণমূলের
জানা গিয়েছে, সিবিআই-র হাতে গ্রেফতার হওয়া দুই মিডলম্যানই ছিলেন একে অন্যের প্রতিবেশি। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই-র ধৃত প্রদীপ সিং-র বাবা অনুজ সিংহ বলেছেন, 'আমার ছেলে, খাবার যা আছে, ওটাই জোটে আর কি ! দুটো জামা প্যান্ট একটু ভাল পড়ত ব্যাস। না আর কিছু নেই আমাদের।'