Sukanta Majumdar: 'পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো', আটকের আগে বিস্ফোরক সুকান্ত, পাল্টা কুণাল
Nabanna Abhiyan Kunal Attacks Sukanta: নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ এমজি রোড। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন।আটক হলেন সুকান্ত মজুমদার। এহেন মুহূর্তে কী বললেন কুণাল ?
কলকাতা: নবান্ন অভিযান (Nabanna Abhiyan) ঘিরে অগ্নিগর্ভ এমজি রোড। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন। দোকান বন্ধ করে মালিকরা এলাকা ছেড়েছেন। নবান্নে পৌঁছনোর আগেই আটক হলেন সুকান্ত মজুমদার। এহেন অবস্থায় বিস্ফোরক টুইট করলেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)।
এদিন নবান্নে পৌঁছনোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এদিন উত্তাল অবস্থার মাঝেই রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন অগ্নিমিত্রা পাল এবং সুকান্তরা। সুকান্ত-র মুখে তখন স্লোগান, 'চাকরি চোর মুখ্যমন্ত্রী হায় হায়। এসএসসি চোর মুখ্যমন্ত্রী হায় হায়।' পাশাপাশি, 'পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো। পুলিশ তুমি হায় হায়।' এরপরেই পরিস্থিতি ধুন্ধমার হয়ে ওঠে। ধর্নায়ও বসেই শেষমেশ আটক হন তাঁরা। তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।
এদিন তিনি টুইট করে বললেন, 'লোক নেই। ইস্যু নেই। ফ্লপ। এর থেকে পুজো মণ্ডপে বেশি ভিড় হয়। হতাশা থেকে বিজেপির মারামারি, আগুন, হিংসা। আলুভাতে শুভেন্দু নিজে হেঁটে পুলিশের গাড়িতে। দিলীপ বললেন অভিযান শেষ। সুকান্ত বললেন,শেষ নয়। বসে থাকব। সার্কাস।' যদিও ততক্ষণে আটক করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (BJP Leader Sukanta Majumdar)।
লোক নেই। ইস্যু নেই। ফ্লপ। এর থেকে পুজো মণ্ডপে বেশি ভিড় হয়। মিডিয়ার হাইপে কি বিড়াল বাঘ হয়?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2022
হতাশা থেকে বিজেপির মারামারি, আগুন, হিংসা।
আলুুভাতে শুভেন্দু নিজে হেঁটে পুলিশের গাড়িতে।
দিলীপ বললেন, অভিযান শেষ।
সুকান্ত বললেন, শেষ নয়। বসে থাকব।
সার্কাস।
বিজেপি-কে কটাক্ষ করে কুণাল আরও বলেন, 'একটাই কথা বলব ওঁদের, আপনারা কৌশল রচনা করতে পারেন না। প্রশাসনিক কৌশলেও আটকে যান। তাতে যে গতি লাগে, নেই আপনাদের। দিলীপবাবু তো বলেছিলেন, বাধা পেলে বসে পড়তে। শুভেন্দু বসলেন না কেন? আমি তৃণমূলের তরফেই বলছি, বসলেন না কেন শুভেন্দু? কারণ ওঁর দম নেই। যে ভিড় ছিল, সেটা পুলিশ এবং মিডিয়া। লোকই নেই ওঁর সঙ্গে। এখন এটাকে ঢাকতে এদিক ওদিক চিঠি দেবে।'
আরও পড়ুন, বিনা প্ররোচনায় গ্রেফতার', লকেটের ফেসবুকে বিস্ফোরক শুভেন্দু
যতগুলো ক্যামেরা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়ানোর দম নেই। বিনা বাধায় নিজে হেঁটে পুলিশের গাড়িতে উঠল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2022
এটা বিরোধী দলনেতা?
আলুভাতে।