Suvendu Adhikari: দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পদযাত্রা: শুভেন্দু অধিকারী
Suvendu Attacks Mamata's Rally: ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার বর্ণাঢ্য পদযাত্রাকে তোপ দেগে টুইট শুভেন্দুর। কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা।
কলকাতা: বাংলার দুর্গাপুজোয় (Durga Puja 2022) ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন ইউনেসকো-র (UNESCO) প্রতিনিধিরাও। ইতিমধ্যেই তাঁদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এহেন পরিস্থিতিতেই মমতার এই পদযাত্রাকে নিয়ে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, 'বাংলার দুর্নীতি এবং স্ক্যান্ডাল থেকে নজর ঘোরাতেই মূলত আজকে মমতার সরকারের এই দুঃসাহসিক পদযাত্রা। বাঙালিরা বুদ্ধিমান তাঁরা সব বোঝেন।' প্রসঙ্গত, দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। রেড রোডের অনুষ্ঠানে এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছয় রেড রোডে। তার আগে গিরিশ পার্কে জড়ো হয় ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হয় বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। অন্যদিকে, সল্টলেক ও হাওড়া থেকে আসা পুজো কমিটিগুলির উদ্যোক্তারা শ্যামবাজারে। গিরিশ পার্ক থেকে সম্মিলিত মিছিল আসে জোড়াসাঁকোয়। সেখান থেকে মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী। মিছিলে ছিলেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে অনুষ্ঠিত বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার লোক সংস্কৃতি।
আরও পড়ুন, মানবিকতাই প্রথম ও শেষ ধর্ম, শারদীয়া-বার্তা মুখ্যমন্ত্রীর
দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়েই মূলত আজকে এই পদযাত্রা মমতার সরকারের তরফে। সেজন্য কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য দিকে। থাকছে কড়া নিরাপত্তা। জানিয়েছে কলকাতা পুলিশ।
This procession is @mamataofficial's desperate attempt to divert attention from the corruption & scandals.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2022
Bengalis are smart people & realise that due to Sangeet Natak Akademi's efforts (Central Govt Institution) Durga Puja received UNESCO Intangible Cultural Heritage status. https://t.co/pjB1NQdXTL