Park Street Shootout: ২০ থেকে ২৫ রাউন্ড এলোপাথাড়ি গুলি, কমপক্ষে একজনের মৃত্যু, ভরসন্ধেয় রণক্ষেত্র পার্ক স্ট্রিট
Kolkata News: কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও ভিতরে রয়েছেন বলে খবর।
কলকাতা: একটি-দু’টি নয়, ভর সন্ধেয় পার্ক স্ট্রিটে সিআইএসএফ-এর ব্যারাকে ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে। একে-৪৭ আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয় হয় বলে খবর। হামলাকারী সিআইএসএফ-এর কনস্টেবল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ আচমকা গুলি চালাতে শুরু করেন তিনি। সেই সময় কাজ সেরে ব্যারাকে প্রায় ১০০ জন সিআইএসএফ জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও ভিতরে রয়েছেন বলে খবর। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁকে নিরস্ত্র কারর চেষ্টা চলছে। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে ভিতরে ঢুকছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ সশস্ত্র বাহিনী। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে আর্জি জানানো হচ্ছে। এলাকায় চূড়ান্ত তৎপরতা।
সিআইএসএফ সূত্রে খবর, দু’ভাবে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। প্রথমে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হবে। তার পর তিনি ঠিক কোথায় রয়েছে, তা বোঝার চেষ্টা করা হবে। সেই মতো সন্তর্পণে এগোবে সশস্ত্র বাহিনী। বেশ কিছু ক্ষণ ধরে অপারেশন চলবে বলে মনে করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আনা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো। যাতে ভিতর পর্যন্ত দেখা যায়।
আরও পড়ুন: Park Street Shootout: ভর সন্ধেয় পার্কস্ট্রিটে শ্যুটআউট! সতীর্থকে লক্ষ্য করে গুলি CISF জওয়ানের
সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। সূত্রের খবর, সিআইএসএফ-এর এক জওয়ান অন্য এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালান। আহতদের মধ্যে একজন হেড কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার বলে জানা গিয়েছে। দু’জনেই গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। যিনি গুলি চালিয়েছেন, তিনিও কনস্টেবল পদমর্যাদার বলে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা।