Kolkata News: কলকাতায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে ধর্ষণ-খুনের চেষ্টা ! পকসো আদালতে 'মৃত্যুদণ্ড' ঘোষণা..
Pocso Court Punished Accused: কলকাতার বড়তলা থানা এলাকায় ৭ মাসের শিশুর উপরে নারকীয় অত্যাচারের ঘটনায় প্রাণদণ্ড দিল আদালত

কলকাতা: বড়তলা থানা এলাকায় শিশুকে ধর্ষণ-খুনের চেষ্টা, ফাঁসির সাজা। গত ৪ ডিসেম্বর হামলায় অভিযুক্তকে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল। ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টার অভিযোগে এবার সাজা ঘোষণা আদালতের। 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ' পকসো আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক: এই যে সাজা ঘোষণা হল, এটা কীভাবে ব্যাখ্যা করবেন ?
পুলিশ কর্তা: দেখুন, ব্যাখ্যার কিছু নেই। যেকোনও Heinous Crime-ই (জঘন্য অপরাধ) ক্রাইম। আমরা পুরো দিই। সেটাকে Conviction-এ নিয়ে আসার জন্য। এটাতেও আমরা সেটা দিতে পেরেছি। শুধু একটা কথা বলতে পারি, আমরা পারি, We Can.
প্রসঙ্গত, বাংলাজুড়ে আরজি কর কাণ্ডের পাশাপাশি একের পর এক নারকীয় ঘটনা প্রকাশ্যে আসছে। জেলায় জেলায় ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। সাম্প্রতিককালে একাধিক ঘটনার পর, রাতেবিরেতে সন্তানকে বাইরে পাঠিয়ে মায়েরা আর স্থির থাকতে পারছেন না। আর এই মুহূর্তে আরজি কর মামলায় রাজ্যের একজন সিভিক ভলন্টিয়ারই অভিযোগের কাঠগড়ায়। এখানেই শেষ নয়, সাধারণ মানুষ তো বটেই, বিরোধীদের তোপের মুখে বারবার পড়তে হচ্ছে রাজ্য পুলিশকে। শুনতে হচ্ছে, 'তৃণমূলের দলদাস।' তবে এই মামলায় দোষীর মৃত্যুদণ্ড ঘোষণায়, কিছু স্বস্তি ফিরল রাজ্য পুলিশের চোখেমুখে।
গত বছর অক্টোবার মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর ! এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ২০১৭ সালে পার্ক স্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ার পদে যোগ দিয়েছিলেন ওই মহিলা। তারপর থেকে সেখানেই কর্মরত ছিলেন তিনি। গত বছর ৪ অক্টোবর রাতে ডিউটি জয়েন করার পর, রাত ১ টা ১০ মিনিটে থানার তিন তলার রেস্ট রুমে ওই সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠিয়েছিলেন অভিযুক্ত SI। তারপর দিয়েছিলেন পুজোর পোশাক । এদিকে পোশাক দেওয়ার পর অভিযুক্ত এসআই ওই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন, বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
