Job Seekers : আমরণ অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা
Hunger Strike : ১৭ দিনের অবস্থানের পর বালিগঞ্জে অনশন শুরু ২০০৯-এর চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগের দাবিতে অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা।
সত্যজিৎ বৈদ্য, কলকাতা : আমরণ অনশনে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা (Primary Job Seekers)। বালিগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে শুরু অনশন। আদালতের নির্দেশে প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ার অভিযোগ । ১৭ দিনের অবস্থানের পর বালিগঞ্জে অনশন শুরু ২০০৯-এর চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগের দাবিতে অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা।
১৭ দিন ধরে অবস্থান চললেও কোনওভাবে আলোচনার কোনও রাস্তা খোলেনি বলেই অভিযোগ তাঁদের। পাশাপাশি কোনও সমাধানসূত্রের খোঁজ না পেয়েই শেষমেশ নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের পথ তাঁরা বেছে নিচ্ছেন বলেই জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা।
প্রাথমিক চাকরিপ্রার্থীদের কথায়, ১০ নভেম্বর আলাদতের পক্ষ থেকে ১৪ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগপত্র দিতে বলা হয়েছিল। গত ১৫ নভেম্বর যে প্যানেল প্রকাশ পেলেও তারপর থেকে এখনও নিয়োগপত্র তাঁরা পাননি বলেই অভিযোগ দক্ষিন ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিক চাকরিপ্রার্থীদের। ২৪ নভেম্বর থেকে সমাধানসূত্রের খোঁজে বালিগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। মাঝে সমাধানসূত্রের সম্ভাবনা পেয়ে অবস্থান প্রত্যাহার করলেও পরে তা ফের শুরু করেন চাকরিপ্রার্থীরা।
মাঝে ১৭ দিন পেরিয়ে গেলেও কোনও সমাধানসূত্র তারা পাননি বলেই অভিযোগ। পাশাপাশি চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ, তাঁদের জানানো হয়েছে, শূন্যপদ না থাকার কারণেই নিয়োগ থমকে রয়েছে তাঁদের। সেই ভিত্তিতেই তাঁদের অভিযোগ, যদি শূন্যপদ নাই থাকে, তাহলে ফের রাজ্যজুড়ে টেট পরীক্ষা হল কীভাবে। বারবার চেষ্টা করেও কোনও সমাধানসূত্র না পেয়েই ১৭ দিন অবস্থানের পর শেষমেশ তাঁরা আমরণ অনশনের রাস্তা বেছে নিতে বাধ্য হলেন বলেও জানিয়েছেন চাকরিরপ্রার্থীরা। পাশাপাশি নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁদের এই অনশন জারি থাকবে বলেও দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন- 'আমাদের দলে চোর আছে তো', দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শোভনদেব