RG Kar : আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু, ওষুধের ওভারডোজ ?
Student Death : মৃত শুভ্রজ্যোতি দাস আরজি করের MBBS ফাইনাল ইয়ারের ছাত্র। সম্প্রতি তাঁর ইন্টার্নশিপ শুরু হয়েছিল।
আবির দত্ত, জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু। নিমতায় কাকার বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওষুধের ওভারডোজ মৃত্যুর কারণ হতে পারে বলে ময়নাতদন্তের (Post Mortem) প্রাথমিক রিপোর্টে উল্লেখ।
একদিকে, যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া 'খুন', অপরদিকে, আরজি করে ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। কলকাতায় দুই মেধাবী পড়ুয়ার মৃত্য়ু ঘিরে তোলপাড়। যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে সবাইকে ! একইদিনে আর জি কর মেডিক্য়াল কলেজে এক ডাক্তারি (Doctor) পড়ুয়ার মৃত্য়ু ঘিরে তৈরি হয়েছে রহস্য়। মৃত শুভ্রজ্যোতি দাস আরজি করের MBBS ফাইনাল ইয়ারের ছাত্র। সম্প্রতি তাঁর ইন্টার্নশিপ শুরু হয়েছিল।
বাংলাদেশের বাসিন্দা শুভ্রজ্যোতি উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) নিমতায় কাকার পরিবারের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন আত্মীয়রা। মেডিক্যাল পড়ুয়াকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ওইদিন রাতেই চিকিৎসকরা ডাক্তারির ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কী কারণে মৃত্যু হল মেডিক্যাল পড়ুয়ার (Medical Student) ? পরিবারের দাবি, করোনাকালে ডিপ্রেশনে ভুগছিলেন হবু ডাক্তার শুভ্রজ্যোতি। তাঁর চিকিৎসাও চলছিল। মৃত মেডিক্যাল পড়ুয়ার কাকা স্বপন দাস বলেছেন, 'করোনা আসার পর ডিপ্রেসনে চলে যায়। কারও সঙ্গে কথা বলত না। ওষুধ চলছিল। নিও সাইক্রায়াটিক প্রবলেম ছিল'।
পুলিশ (Police) সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, মৃত্যুর কারণ ওষুধের ওভারডোজ। সঠিক কারণ জানতে ভিসেরা পরীক্ষাও হবে। এই ঘটনায় টালা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। হবু ডাক্তারের মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন