Kolkata Accident : ব্যস্ত রাস্তায় ভয়ঙ্কর ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল ৩ টি গাড়ি, কলকাতায় বড় দুর্ঘটনা
প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।

প্রকাশ সিনহা, কলকাতা : সাত সকালে অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়। ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।
কীভাবে দুর্ঘটনা
সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে আত্মীয়ের সঙ্গে অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। স্থানীয়দের দাবি,
ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।
মত্ত অবস্থায় ছিলেন চালক
স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানো শিখছিলেন অ্যাপ ক্যাবের চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাব চালক। ঠিক কী কারণে এমন ভুল রুটে অ্যাপ ক্যাব ঢুকে পড়ল, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে এতবার সতর্ক করা সত্ত্বেও মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেই চলেছে। স্বাভাবিক ভাবে ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা।
অতীতেও দুর্ঘটনা এই অঞ্চলেই
ট্যাংরাকাণ্ডের কথা এখনও ফিকে হয়নি কলকাতাবাসীর মন থেকে। চলতি বছরই ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে ট্যাংরার বাসিন্দা প্রসূন ও প্রণয় দে-র গাড়ি। সেই সময় সঙ্গে ছিল প্রণয়ের নাবালক পুত্রও। সেই পথ দুর্ঘটনার সূত্র ধরেই ২১/C অতুল শূর রোডের এই চারতলা বাড়ি থেকে হাত ও গলা কাটা অবস্থায় দুই বধূ রোমি ও সুদেষ্ণার দেহ উদ্ধার হয়। বাড়ির ছোট মেয়ে প্রিয়ম্বদাও মৃত অবস্থায় পড়েছিল। পরে বাড়ির তিন মহিলা সদস্যকে খুনের কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন প্রসূন দে। আদালতও একই কথা জানান তিনি। সেই ঘটনার পর এপ্রিলের শুরুতেই ফের দুর্ঘটনা অভিষিক্তা অঞ্চলে।
শিলিগুড়িতেও দুর্ঘটনা
এদিনই শিলিগুড়িতে দুর্ঘটনার সম্মুখীন হয় একটি স্কুলের বাস। লন্ত অবস্থায় অ্যাক্সেল ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির জলপাই মোড়ে দুর্ঘটনা ঘটে। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল স্কুল বাস। এই ঘটনায় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে।






















