Upper Primary Protest: সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা
নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের।
কলকাতা: সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মঞ্চে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর। অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের। এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়ে কৌস্তভ বাগচী।
শুরু কাউন্সেলিং: গত ৬ নভেম্বর থেকে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হয়েছে। ২০১৪-য় এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা হয় ২০১৫ সালে। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল ২০১৬-য়। নানা জটিলতায় থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। অবশেষে হাইকোর্টের নির্দেশে এদিন থেকে কাউন্সেলিং শুরু হল। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ৩০০ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। করুণাময়ীতে SSC-র নতুন ভবনে চলছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং।
চলতি বছরেই উচ্চ প্রাথমিকের প্রায় ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় SSC। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন জানানো হয়। প্রথম পর্বে এক হাজার চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। প্রক্রিয়া শেষের পর চাকরিপ্রার্থীদের দেওয়া হচ্ছে অ্যাকসেপটেন্স লেটার। ওই লেটার দেখেই নিয়োগপত্র দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।
আরও বিক্ষোভ: কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান করে। DLEd ঐক্য়মঞ্চের ব্যানারে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় থেকে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আসেন চাকরিপ্রার্থীরা। পরে চেয়ারম্যানকে ডেপুটেশন দেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
এ দিন কেন্দ্রের হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারে রাজ্য় সরকারি কর্মীদের লাগাতার আন্দোলন বুধবার তিনশো দিনে পড়ল। অন্য়দিকে, নিয়োগের দাবিতে ধর্মতলার গান্ধী মূর্তির নীচে প্রায় এক হাজার দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম-দশমের চাকরিপ্রার্থীরা। বিশ্ব বঙ্গ বাণিজ্য় সম্মেলনের রাজসূয় যজ্ঞের মধ্য়েই রাস্তায় বসে আন্দোলনকারীরা।