Kolkata News: ভরদুপুরে EM বাইপাসে ঘটে গেল মারাত্মক এই ঘটনা, আতঙ্কে টেগোর পার্কের বাসিন্দারা
Kolkata Snatching News: স্থানীয় এক মহিলা বলেন, "ভীষণ ভয় লাগছে। আগে এরকম শুনিনি। এখন দেখে আমার তো ভীষণ ভয় লাগছে। ভর দুপুরে..রাতে নয়...কিছু নয়।"
কলকাতা : পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল। পুলিশ সেজে ভরদুপুরে EM বাইপাসের ওপর ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই দিনে সন্ধেয় আরও একজনের হার ছিনতাই করা হয়েছে। এ ধরনের ঘটনার জেরে আতঙ্কিত টেগোর পার্কের সারদা পল্লি এলাকার বাসিন্দারা। এনিয়ে কসবা থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে CC ক্যামেরার ফুটেজ দেখে বাইক আরোহী ৩ যুবককে চিহ্নিত করা হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এখানে আমাদের অনেক ভয় আছে। এখানে চুরি-চামারি হয়। বাইক নিয়ে ছেলেগুলো আসা-যাওয়া করে। মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে। বাড়িতে চুরি হয়েছে। কখন কী হয় ধরা যায় না আগে।"
স্থানীয় এক মহিলা বলেন, "ভীষণ ভয় লাগছে। আগে এরকম শুনিনি। এখন দেখে আমার তো ভীষণ ভয় লাগছে। ভর দুপুরে..রাতে নয়...কিছু নয়।"
গত বছর অগাস্ট মাসে পার্শ্ববর্তী আনন্দপুরে নৃশংসভাবে খুন হয়ে যান এক মহিলা ও তাঁর নাতি। আনন্দপুরের নোনাডাঙা এলাকায় ঝোপের ধারে উদ্ধার হয় রেহানা খাতুন নামে নারকেলডাঙার বাসিন্দা এক মহিলার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। পরের দিন বাসন্তী হাইওয়ের ধারে চৌবাগা খাল থেকে উদ্ধার হয় তাঁর ৫ বছরের নাতির দেহ। পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাড়ি থেকে ভাড়া আদায় করে ফেরার পথে গাড়ির মধ্য়েই খুন করা হয় মহিলাকে। ঘটনায় মূল অভিযুক্ত ভিকি সাউ ও তার গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ।
মহিলার দেহ উদ্ধারের পর বারবার এটাই প্রার্থনা করা হচ্ছিল, শিশুটি যাতে অক্ষত থাকে। কিন্তু শেষ অবধি উদ্ধার হয় শিশুর নিথর দেহ। পুলিশ সূত্রে দাবি করা হয়, জেরায় ভিকি জানিয়েছে, গাড়িতে জ্বালানি ভরতে দেরি হওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় মহিলার। রাগের বশে মহিলাকে খুন করে সে। মহিলার নাতি তাকে চিনত, তাই শিশুকেও খুন করে।
তার আগে জুলাই মাসে এক মাঝরাতে আনন্দপুরের পানশালায় হামলা চালানো হয়। ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পানশালার বাইরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরা। কলকাতার বুকে কার্যত বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্য় ঘটে ! EM বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, পানশালায় চড়াও হয়ে চলে তাণ্ডব !