Ahiritola Ganga News: আহিরিটোলায় গঙ্গায় মর্মান্তিক মৃত্যু, প্রতিবেশীকে দাহ করতে এসে তলিয়ে গেলেন তরুণ
স্থানীয়রা উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রতিবেশীকে দাহ করতে এসে আহিরিটোলায় গঙ্গায় তলিয়ে গেলেন তরুণ। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌমেন মুন্সি। ২৩ বছরের তরুণ মানিকতলার বাসিন্দা। গতকাল রাতে নিমতলা শ্মশানঘাটে প্রতিবেশীর দাহকাজ শেষ করে দুই পরিচিতকে নিয়ে আহিরিটোলা ঘাটে স্নান করতে এসেছিলেন সৌমেন। সেখানেই তলিয়ে যান ৩ জন।
স্থানীয়রা উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয়দের দাবি, গঙ্গার ঘাটে কংক্রিটের ঢাল থেকে রিভার বেডের গভীরতা ৫-৬ ফুট। গভীরতা আন্দাজ করতে না পেরেই তলিয়ে যান ওই ৩ জন। প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটলেও পুলিশ ও পুরসভা সতর্কীকরণের কোনও ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
কয়েক সপ্তাহ আগেই এমন একটি ঘটনা ঘটেছিল তবে হাওড়ায়। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল তিন কিশোর। খেলার পরে তিনজনেই গঙ্গায় স্নান করতে নামে। তারপর আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি। তিনজনেই জলের তোড়ে ভেসে যায়। পরে পুলিশ আসে, ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। নিখোঁজ তিন কিশোরের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ এক কিশোর।


















