Kolkata: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে ধর্মঘট, সমস্যা সমাধানের আশ্বাস ফিরহাদ হাকিমের
Lansdowne Market Problem: বাজার সংস্কার, দোকানের ভাড়া কমানো-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, সমস্যার সমাধানে ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে এদিনই বাজারে সভা করেন মেয়র।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার (Lansdowne Market) সংস্কারের দাবিতে বন্ধ (strike) পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র।
ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবি
ভেঙে পড়ছে ছাদের চাঙড়। ইটের পাঁচিলে গজিয়েছে গাছ। জল থইথই নতুন ভবনের বেসমেন্ট। কোথাও আবর্জনার স্তূপ (pile of garbage), ঠিক যেন মশার (mosquito) আঁতুড় ঘর। দীর্ঘদিন ধরে এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ল্যান্সডাউন মার্কেট। আর এই বাজার সংস্কার নিয়েই দ্বিধাবিভক্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার বাজার সংস্কার, দোকানের ভাড়া কমানো-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, সমস্যার সমাধানে ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে এদিনই বাজারে এসে সভা করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ বাজার আমিরুদ্দিন ববিও।
ব্যবসায়ী সমিতির দাবি, ১৯৮৫ সালে বাজার সংস্কারের জন্য পুরসভার তরফে টেন্ডার করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ ৩৭ বছর কেটে গেলেও বাজার সংস্কারের কাজ হয়নি।
সাড়ে ৭ বিঘা জমির একটি ছোট অংশ নতুন ভবনের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। বাজার সংলগ্ন পার্কিং তুলে দেওয়ায় দিন দিন ক্রেতা কমছে। এছাড়াও সম্প্রতি দোকানের ভাড়া বাড়িয়ে বিপুল অঙ্কের বিল পাঠিয়েছে পুরসভা।
আরও পড়ুন: Purba Medinipur: আবর্জনায় ভর্তি নিকাশি, বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ, এগরা পুরসভায় আতঙ্কে বাসিন্দারা
ল্যান্সডাউন মার্কেটের ব্যবসায়ী সমিতির এক সদস্যের কথায়, 'মেয়র আসবেন আমরা জানতাম না। আমরা আমাদের ৫ দফা দাবির কথা বলেছি। আমাদের সমস্যার সমাধান করে দেওয়া হোক সেটাই চাই।'
কী বলছেন মেয়র?
এই প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। দোকানের ভাড়া কমানোরও আশ্বাস দেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, 'রাজনীতি করে লাভ নেই। আমরাও বাজার সংস্কার করতে চাই। তার জন্য সবাই মিলে আলোচনায় বসতে হবে।'