Ramakrishna Mission: নামকরণ থেকে প্রকাশনা, বিবেকানন্দের হাতেই সব, ১২৫ বছরে পদার্পণ ‘উদ্বোধন’ পত্রিকার
Swami Vivekananda: পত্রিকার নামকরণ থেকে প্রথম প্রকাশ, সবই হয়েছিল স্বামী বিবেকানন্দের হাত ধরে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ১২৫ বছরে পড়ল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র 'উদ্বোধন' পত্রিকা (Udbodhan Magazine)। গিরিশ মঞ্চে বাগবাজার রামকৃষ্ণ মঠের (Ramkrishna Mission) তরফে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে করা হল উদযাপন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
পত্রিকার নামকরণ থেকে প্রথম প্রকাশ, সবই হয়েছিল স্বামী বিবেকানন্দের হাতে
পত্রিকার নামকরণ থেকে প্রথম প্রকাশ, সবই হয়েছিল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) হাত ধরে। স্বামীজির স্মৃতিধন্য সেই 'উদ্বোধন' পত্রিকা এবার ১২৫ বছরে পদার্পণ করল। সেই উপলক্ষ্যে কলকাতার গিরিশ মঞ্চে বাগবাজার রামকৃষ্ণ মঠের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের সূচনালগ্নে স্বাগত ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। প্রকাশ করা হয় বেশ কয়েকটি স্মারক বই। সমাজ গঠনে 'উদ্বোধন' পত্রিকার ভূমিকা নিয়ে বক্তৃতা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। ১২৫ বছরের যাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দের বক্তব্যে।
আরও পড়ুন: Junglemahal: হারলে কাটা যায় ঝুঁটি, সংক্রান্তিতে ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই জঙ্গলমহলে!
১৮৯৯ সালের ১৪ জানুয়ারি, ‘উদ্বোধন প্রেস’ থেকে বিবেকানন্দের বহু-আকাঙ্ক্ষিত 'উদ্বোধন' পত্রিকার প্রকাশ হয়। রবিবার, ১২৫ বছরের পদার্পণ অনুষ্ঠানে প্রকাশ করা হল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের প্রথম প্রকাশনার একটি স্মারক প্রতিলিপি।
১২৫ বছরের পদার্পণ অনুষ্ঠানে প্রকাশ করা হল স্মারক প্রতিলিপি
উল্লেখ্য, গত ১২ জানুয়ারিই ছিল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী। মহা সমারোহে তাঁর জন্মবার্ষিকী পালিত হয়। সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে হয় পুজোপাঠ, মঙ্গলারতি। বিশেষ উৎসবের আয়োজন করা হয় বেলুড় মঠে। দিনভর চলে বিশেষ পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এ বার করোনার বিধিনিষেধ না থাকায়, সকাল থেকেই ভিড় জমান ভক্তজনেরা।
প্রতি বছরই সাড়ম্বরে পালিত হয় দিনটি। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। দিনভর চলে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।