Bomb Rescued: দুষ্কৃতীকে ধরেই ক্লু, গভীর রাতে তিলজলা রোড থেকে উদ্ধার ১১টি বোমা
এপ্রিলেই হরিদেবপুরে একটি অটো থেকে উদ্ধার হয়েছিল বোমা, আগ্নেয়াস্ত্র। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় পুলিশ প্রশাসনে। এক মাস পর, এবার বোমা উদ্ধার হল বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) উদ্ধার তাজা বোমা। গতকাল গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড (Tiljala) থেকে ১১টি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। সঙ্গে ছিল উইনার্স বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তাকে জেরা করেই তিলজলা রোডের (Tiljala Road) ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।
এপ্রিলেই হরিদেবপুরে একটি অটো থেকে উদ্ধার হয়েছিল বোমা, আগ্নেয়াস্ত্র। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় পুলিশ প্রশাসনে। এক মাস পর, এবার বোমা উদ্ধার হল বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে। পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে ২টি ফলের পেটি থেকে উদ্ধার হয়েছে ১১টি বোমা। ফের কলকাতায় বোমা উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে বোমার হদিশ মিলল? পুলিশ সূত্রে খবর, সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে দক্ষিণ বন্দর থানার পুলিশ। ধৃতকে জেরা করেই পুলিশ জানতে পারে, তার দলবল বোমা তৈরির কারবারে যুক্ত। এরপর আটঘাঁট বেঁধে শুক্রবার রাতে পার্ক সার্কাস স্টেশনের কাছে তিনজলা রোডের এক পরিত্যক্ত ঝুপড়িতে তল্লাশি চালায় লালবাজাদের গুন্ডাদমন শাখা (Laalbazar)।
তাদের সঙ্গে ছিল বম্ব ডিসপোজাল স্কোয়াড ও উইনার্স বাহিনী। ঝুপড়িতে ২টি ফলের পেটি থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়। ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। যদিও ধৃত শেখ তনুর স্ত্রীর দাবি, তাঁর স্বামী বোমার কারবারে যুক্ত নয়।
ধৃত শেখ তনুর স্ত্রীর কথায়, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। ও চুরি করত, বোমা তৈরির সঙ্গে যুক্ত নয়। এই চক্রে আর কারা জড়িত, কোথায় কোথায় বোমা মজুত করত এই দুষ্কৃতীরা, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: West Bengal: আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত