Kolkata Unnatural Death : গোপন ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল যুবকের ! বেহালায় তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
Kolkata Crime News : অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সবদিক খতিয়ে দেখার কাজ করছেন তাঁরা।
প্রবীর চক্রবর্তী, কলকাতা : ভরসা করেছিলেন যাঁকে, তারই হুমকির মুখে শেষমেশ কি দিতে হল প্রাণ ! গোপন মুহূর্তের ছবি ফাঁস করার হুমকিতেই কি নিজেকে শেষ করে দিল এক তরতাজা প্রাণ ? নিজের ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালার (Behala) পর্ণশ্রীতে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
পর্ণশ্রী থানার (Parnashree Police Station) গাবতলা লেনে সাতসকালেই চাঞ্চল্য ছড়ায়। বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার নাম প্রিয়াঙ্কা দাস। বয়স ২৩ বছর। পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। গোপন ছবি ফাঁস করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে, তিনি তরুণীকে ব্ল্যাকমেল (Blackmail) করতেন বলে অভিযোগ। তার জেরেই প্রিয়াঙ্কা আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
মৃতার পরিবারের সদস্যদের দাবি, এক যুবকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক তৈরি হয়েছিল প্রিয়াঙ্কা দাসের। কিছুদিন আগেই তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফিরে আসার পর থেকেই দু'জনের সম্পর্কের অবনতি হয়। আর তারপর থেকেই তরুণীর গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক ব্ল্যাকমেল করতে শুরু করে বলেই অভিযোগ। যার জেরেই ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। ইতিমধ্যে পর্ণশ্রী থানার পুলিশ অস্বাভাবিক খুনের মামলা রুজু করেছে। খোঁজ চলছে অভিযুক্তের। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক।
এদিকে, মঙ্গলবার সকালে কসবার রাজডাঙা মেন রোডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। মৃতের নাম মোহন শর্মা। বয়স ৬০ বছর। পেশায় কাঠমিস্ত্রি। আদতে বিহারের বাসিন্দা হলেও, ২৫ বছর ধরে কসবার এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এদিন সকালে সেই ঘর থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মুখে ক্ষতচিহ্ন ছিল।
আরও পড়ুন- হাজার হাজার শিশু নিখোঁজ দেশে, মেয়ের সংখ্যাই বেশি, বলছে NCRB রিপোর্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।