Kolkata Weather : কলকাতার জন্য বর্ষার বড় আপডেট ! ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হবে কখন, সময় জানাল আবহাওয়া দফতর
Weather Update Today : মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে।
কলকাতা : অপেক্ষার অবসান। এবার সত্যিই কলকাতার দুয়ারে বর্ষা। মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন ভোরেই কলকাতা সহ একাধিক জেলায় খুব মৃদু প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বুধ ও বৃহস্পতিবারে আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে বুধবার থেকে।
কলকাতায় কখন শুরু বৃষ্টি
মঙ্গলবার থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতায় । তবে গরমের প্রকোপ এখনই কমছে না। পুরোদস্তুর প্রবেশ করলে তাপমাত্রা কমবে। রোদের দেখা মেলার সম্ভাবনা ক্ষীণ। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই দিনের বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে রাতের দিকেই বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা। মঙ্গলবার থেকে রাজ্যের কোনও জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে না। তবে কিছু জেলায় বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত আর্দ্র এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।
বর্ষার আপডেট
সবমিলিয়ে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।
সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ৩০.২ থেকে সামান্য বেড়ে ৩০.৪ ডিগ্রি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার তা সামান্য কমতে পারে। সোমবার দিনের তাপমাত্রা ৩৬.৪ থেকে সামান্য কমে ৩৬.২ ডিগ্রি হয়, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৬২ শতাংশ। বেলা বাড়লে ৯২ শতাংশ। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
18-Jun | 34.0 | 45.0 | Mainly clear sky and Heat wave to severe heat wave conditions with Warm night conditions and Strong surface winds occasionally in gusty during the day | |
19-Jun | 34.0 | 43.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm or Duststorm | |
20-Jun | 33.0 | 42.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm or Duststorm | |
21-Jun | 32.0 | 43.0 | Strong surface winds during day time | |
22-Jun | 33.0 | 43.0 | Strong surface winds during day time | |
23-Jun | 33.0 | 44.0 | Strong surface winds during day time | |
24-Jun | 33.0 | 44.0 | Strong surface winds during day time |
আরও পড়ুন :
কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি