Kolkata Weather Update : কনকনে শীতের কামড় নেই, ক্রমেই বাড়বে বছরশেষে মহানগরীর পারদ
Kolkata Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনে কমতে পারে শীতের আমেজ। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের ঊর্ধ্বমুখী পারদ।
কলকাতা : ডিসেম্বরেই জবুথবু বঙ্গ। শীতের ঝোড়ো ব্যাটিংয়ে গত সোম ও মঙ্গলবার কলকতার তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রিতে। তবে, শীতের দাপুটে ইনিংসে বাধা এবার পশ্চিমী ঝঞ্ঝা! গত দুদিনের থেকে বুধবার সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার( আজ ) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এক নজরে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস :
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আকাশ কেমন | |
---|---|---|---|---|
২৩-Dec | ১৩.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৪-Dec | ১৩.0 | ২৫.0 | পরিষ্কার আকাশ | |
২৫-Dec | ১৪.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৬-Dec | ১৫.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৭-Dec | ১৬.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৮-Dec | ১৭.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৯-Dec | ১৭.0 | ২৭.0 | পরিষ্কার আকাশ |
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। যার জেরে বড়দিনে কনকনে ঠান্ডার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, তিন-চারদিনে বঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই। ৪৮ ঘণ্টা পর রাতের তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গে বাড়বে। ক্রিসমাসের সময় এই ঠান্ডা থাকবে না। ঠান্ডা কমবে। বেশকিছুদিন সেটাই থাকবে। জেলারটাও দিতে হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৫-ডিসেম্বরের পর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠতে পারে।