Weather Update: পৌষের ঠান্ডায় কাঁপছে শহর, তাপমাত্রা নেমেছে জেলায় জেলায়
Weather Report: জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে।
কলকাতা: বছরের শুরুতে ফিরল শীত। কলকাতায় ২ ডিগ্রি নামল পারদ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিক। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে।
নতুন বছরের শুরুতেই ফিরল শীতের আমেজ (Winter)। গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
নতুন বছরের শুরুতে দাপট নিয়েই ফিরতে চলেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur ) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নেমেছিল পারদ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে।
রইল জেলার আবহাওয়া এক নজরে
পূর্ব মেদিনীপুর
আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড (Weather forecast of Purba Medinipur)। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। অর্থাৎ, আগামী কয়েকদিন জেলায় শীতের দাপট থাকতে পারে। তবে সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা।
মালদা
২ জানুয়ারি (January) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আংশিক মেঘলা আকাশ। এই সপ্তাহে পরিষ্কার আকাশ থাকবে। বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকায় সকালের দিকে দৃশ্যমানতা আজও কম ছিল। বেলার দিকে পরিষ্কার আকাশ। রাতের দিকে প্রধানত মেঘলা আকাশ। বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০-৭১ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩.৬ কিলোমিটায়/ঘণ্টা।
দার্জিলিং
ষারপাতের আনন্দেই মশগুল পাহাড়। এরই মধ্যে নতুন বছরের সূচনা। ১ জানুয়ারি দর্শন মিলল তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। আনন্দে আত্মহারা পর্যটক। নতুন বছরের শুরুতে থিকথিকে ভিড় শৈলশহরে। ঠান্ডাও কনকনে। Darjeeling জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা যাক।