Weather Update : সতর্ক থাকুন আগামী ২-৩ ঘণ্টা, তুমুল হাওয়ার সঙ্গে আসছে জোরদার বৃষ্টি! কোথায় কেমন দুর্যোগ?
Kolkata Weather Update : সকাল ১০ টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় জোরদার বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর।

ঝিলম করঞ্জাই .কলকাতা : মে মাসের শেষে বড় কোনও সাইক্লোনের পূর্বাভাস না করলেও মে মাসের শেষে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী দু'দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস। আগেই পূর্বাভাস ছিল, শনিবার সারা রাজ্যেই বৃষ্টি হতে পারে। এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল, বৃষ্টি আসছে আর ঘণ্টা দুয়েকের মধ্যেই।
সকাল ১০ টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় জোরদার বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। সেই সঙ্গে বইতে পারে দমকা বাতাস । বাতাসের গতি থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।
এছাড়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস।
আগামী সপ্তাহে বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এক নজরে দেখে দেওয়া যাক আগামী সপ্তাহে কেমন থাকবে কলকাতার আবহাওয়া। কবে কবে হবে বৃষ্টি । দেখে নিন এক নজরে।
source : https://city.imd.gov.in/
| 7 Day's Forecast/Warnings | ||||||||
| Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
| 24-May | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) | 0 | 0 | ||
| 25-May | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) | 0 | 0 | ||
| 26-May | 27.0 | 32.0 | Rain or Thundershowers with strong gusty winds | Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) | 0 | 0 | ||
| 27-May | 26.0 | 33.0 | Rain or Thundershowers with strong gusty winds | Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) | 0 |
0
|
||























