Kolkata Robbery News : বাড়িতেই ছিল ছেলের বিয়ের গয়না, ভর সন্ধেয় প্রৌঢ়ার মুখে বেঁধে দুঃসাহসিক ডাকাতি কলকাতায়
পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ জন। গৃহকর্ত্রী ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

সৌমিত্র রায়, কলকাতা : শহরে একের পর এক দুঃসাহসিক লুঠের ঘটনা। প্রতিটি ক্ষেত্রেই টার্গেট প্রৌঢ় ও বয়স্করা। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর সিসিটিভিতে মোড়া পাড়া রিজেন্ট পার্কে ভয়াবহ ডাকাতি। শহরে ফের দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটল সোমবার। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় হল লুঠ।
পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ দুষ্কৃতী। গৃহকর্ত্রী ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুঠ। লুঠপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না, নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। তারপরই এই লুঠের ঘটনা। পুলিশের সন্দেহ নেপথ্যে পরিচিত কেউ আছেন, নইলে কীভাবেই বা তারা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে ! একই সন্দেহ রিজেন্ট পার্কের পরিবারের। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় দুঃসাহসিক লুঠের ঘটনায় ফের প্রশ্নে শহরের নিরাপত্তা।






















