Tiger Attack: হঠাৎ নৌকায় লাফ বাঘের, ফের প্রাণ গেল এক মৎস্যজীবীর
Kultali Tiger Attack: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় ওই দলটির উপর হামলা করে বাঘ।
সুকান্ত দাস, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবনে (Sundarban Tiger Attack) বাঘের হানা। এবারও বাঘের হামলায় প্রাণ গেল এক মৎস্যজীবীর (Death due to Tiger Attack)। ঘটনাস্থল কুলতলির (Kultali Tiger Attack) কাটামারির কাছে নয়বাঁকি জঙ্গলের ঘটনা।
কবে এমন ঘটনা?
গত মঙ্গলবার ৩ জনের একটি দল নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশে বেরোয়। কুলতলির কাঁটামারি থেকে সুন্দরবনের নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার জন্য় রওনা দিয়েছিল দলটি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় ওই দলটির উপর হামলা করে বাঘ। ওই দলে থাকা কাটামারির বাসিন্দা প্রদীপ সর্দারের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় জঙ্গলে। তৎক্ষণাৎ বাঘকে তাড়া করে বাকিরা। দলের বাকি মৎস্যজীবীরা তাঁর দেহ উদ্ধার করে গতকাল রাতে কুলতলির কাঁটামারি ঘাটে নিয়ে আসে। পরে খবর পেয়ে কুলতলি থানার (Kultali Police Station) পুলিশ কাঁটামারিতে পৌঁছয় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানোর ব্যবস্থা করে। বাঘের হামলার ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাঘের হানায় (Tiger Attack on Fisherman) মৃত্যু সুন্দরবনে নতুন কিছু নয়। বেশ কিছুদিনের মধ্যে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। কয়েকদিন আগে সুন্দরবনের জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারিয়েছিলেন কুলতলির গোপালগঞ্জ গ্রামপঞ্চায়েতের গায়েনের চকের এক বাসিন্দা। তার কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ভাইজুরি খালের কাছে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মারা যান এক মৎস্যজীবী। এই সব ক্ষেত্রেই মাছ বা কাঁকড়া ধরার সময় ডিঙি নৌকায় হামলা চালিয়েছে বাঘ।
সারা ভারতেই বনাঞ্চল লাগোয়া এলাকায় মানুষ-বন্যপ্রাণ (Man Animal Conflict) সংঘাত দেখা যায়। উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ অংশে - মানুষের সঙ্গে হাতি বা বাইসনের যে সংঘাতের ছবি সামনে আসে, দক্ষিণবঙ্গে-বিশেষ করে সুন্দরবনে তেমনই বাঘ ও মানুষের সংঘাত। তবে দুটি বিষয়ের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে।
সুন্দরবনের বিভিন্ন দ্বীপে ক্রমশ বেড়ে চলেছে জনবসতি। চাষের জমি কমেছে, আয়লার পরে সমস্যা আরও বেড়েছে। জীবীকার জন্য়ই সুন্দরবনের গভীরে ঢুকে মাছ ও কাঁকড়া ধরা বা মধু খোঁজার কাজ চলেছে। অনেকসময় বিপদ জেনেও বাধ্য হয়েই এই কাজে নামেন অনেকে। আর এই কাজের জন্যই শিকার হতে হচ্ছে বাঘের। ইদানিং প্রায়শই সুন্দরবন এলাকায় লোকালয়ে ঢুকে পড়তে দেখা যাচ্ছে বাঘকে। ফেন্সিং দিয়ে জঙ্গল আড়াল করলেও বাঘ ঢুকছে লোকালয়ে। সম্প্রতি মৈপীঠে গৌড়ের চক গ্রামে বাঘের আতঙ্ক দেখা গিয়েছিল। পাথরপ্রতিমাতেও ছড়িয়েছিল বাঘ আতঙ্ক।
আরও পড়ুন: ফের নিয়োগ দুর্নীতির তদন্তে অ্যাকশনে নামল ইডি, সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি