Justice Abhijit Gangopadhyay: 'বিকাশ ভট্টাচার্যের ক্যাডাররা ওখানে গিয়ে বসে আছে', অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করলেন কুণাল ঘোষ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র।
কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার , ঝিলম করঞ্জাই, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার কলকাতা হাইকোর্টে উঠল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার, কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। গত ২৯ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। সম্প্রতি, শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এজলাসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ( Abhishek Banerjee ) নাম টেনে আনায়, কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে ( Abhijit Gangopadhyay ) নিশানা করলেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । তাঁকে রাজনৈতিক দলের ক্য়াডার বলেও আক্রমণ করেন তিনি। এপ্রসঙ্গে আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যর নামও টেনে আনেন তিনি। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিকাশ ভট্টাচার্য-সহ বিরোধী শিবির।
আরও পড়ুন :
'রাজনীতি করুন খোলাখুলি', বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ কুণালের
ফের বিচারপতি বনাম তৃণমূল!
নজিরবিহীন লড়াই। কুণাল ঘোষের নিশানায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়! তিনি বলেন, ' এই অভিজিৎ বাবুর মতো, বিকাশ ভট্টাচার্যের ক্যাডাররা ওখানে গিয়ে বসে আছে তাই!... লিমিট আছে সবকিছুর একটা। বিচার হোক এবং বিচার ব্যবস্থার নাম করে, বিচারকের আসনে বসে, সমস্ত রকম সীমানা অতিক্রম করে গিয়ে তিনি রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছেন জাস্টিস গাঙ্গুলি '
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। কিন্তু, তার মাঝেই হঠাৎ উঠে আসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম! তা-ও আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে! এরপরই সপ্তমে সুর চড়িয়ে, ময়দানে নামে তৃণমূল।
উনি একাকী ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে আছেন? : কুণাল
যে কুণাল ঘোষ আগেও একাধিকবার বিচারপতিকে নিশানা করেছেন, এদিন তিনিই ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। 'আবোল-তাবোল কথা বলে যাবেন চেয়ারে বসে? কারণ আপনার চেয়ারটা আছে! এক্তিয়ার বহির্ভূত কথা বলেছেন এবং সবচেয়ে বড় কথা, এই যে সারা বাংলায় বা সর্বত্র, এত বিচারক রয়েছেন, এত বিচারক রয়েছেন, তাঁরাও তো সকাল থেকে রাত কাজ করছেন। উনি একাকী ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে আছেন?'